Advertisement
Advertisement
West Bengal Budget 2024

‘এরা অ্যান্টি বাঙালি’, রাজ্য বাজেটের মাঝে বিজেপির হট্টগোলে ক্ষুব্ধ মমতা

বিজেপিকে নিশানা করে মমতা বলেন, "এটা বিজেপি পার্টি অফিস নয়, বিধানসভা।" সাংসদদের সাসপেনশনের ঘটনা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "আমরা এসব করব না, তবে মনে করিয়ে দিলাম।" 

West Bengal Budget 2024: Mamata Banerjee furious during WB budget | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 8, 2024 3:29 pm
  • Updated:February 8, 2024 4:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের বাজেট পেশের সময় বিজেপির হই হট্টগোল! মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তিনি। তোপ দাগলেন, “বিজেপি অ্যান্টি বাঙালি”। মনে করিয়ে দিলেন সাংসদের  সাসপেনশনের ঘটনাও।  

বৃহস্পতিবার দুপুরে নির্ধারিত সময়েই শুরু হয় রাজ্য বাজেট(West Bengal Budget 2024)। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পড়তে শুরু করা মাত্রই বিজেপি বিধায়করা হই হট্টগোল শুরু করেন। অধ্যক্ষ তাঁদের থামানোর চেষ্টা করেন। তা সত্ত্বেও থামেননি বিরোধী বিধায়করা। যার পরই মেজাজ হারাতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। তিনি বলেন, “বিজেপি অ্যান্টি বাঙালি। এরা বাংলার ভালো চায় না।”  তাঁর কথায়, রাজ্যের মানুষের অধিকার রয়েছে রাজ্য কী কী করছে তা জানার। কিন্তু বিজেপি তা চাইছে না।

Advertisement

[আরও পড়ুন: লোকসভা ভোটের আগে মাস্টারস্ট্রোক! ফের ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের]

বিজেপিকে একহাত নিয়ে এদিন মমতা আরও বলেন, “এটা বিজেপির পার্টি অফিস নয়, বিধানসভা।” সাংসদদের সাসপেনশনের ঘটনা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “পার্লামেন্টে ১৪৭ জনকে সাসপেন্ড করা হয়েছিল। আমরা এসব করব না। তবে মনে করিয়ে দিলাম।” অর্থাৎ প্রয়োজনে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়ে রাখলেন তিনি। এর পর ফের বাজেট পড়তে শুরু করেন অর্থমন্ত্রী।  

[আরও পড়ুন: রাজ্য বাজেট ২০২৪: বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারে মাসিক ভাতা, মৎস্যজীবীদের জন্য নয়া প্রকল্প]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement