রাহুল চক্রবর্তী: দ্বিতীয় তৃণমূল সরকারে শেষ পূর্ণাঙ্গ বাজেটে দরাজ অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক জনমুখী প্রকল্প চালু করে চলেছেন। এবছরের বাজেটেও তার ব্যতিক্রম হল না। তফসিলি জাতি, উপজাতি এবং আদিবাসীদের জন্য দুটি পৃথক বার্ধক্য ভাতার প্রকল্প ঘোষণা করলেন অমিত মিত্র। এই দুটি প্রকল্পের আওতায় তফসিলি জাতি এবং উপজাতির বৃদ্ধরা মাসে ১ হাজার টাকা করে বার্ধক্যভাতা পাবেন।
সোমবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী অমিত মিত্র ঘোষণা করেন, রাজ্যের তফসিলি জাতির বয়স্ক মানুষের কথা মাথায় রেখে সরকার ‘বন্ধু’ প্রকল্প নামের একটি প্রকল্প গ্রহণ ঘোষণা করছে। এই প্রকল্পে ৬০ বছরের বেশি বয়সের তফসিলি বৃদ্ধ, যাঁরা অন্য কোনওরকম ভাতা পান না, তাঁদের প্রতি মাসে ১ হাজার টাকা করে বার্ধক্যভাতা দেওয়া হবে। অর্থমন্ত্রীর ঘোষণা, এই প্রকল্পের আওতায় উপকৃত হবেন আনুমানিক ২১ লক্ষ মানুষ। এই প্রকল্পের ব্যয় বাবদ বরাদ্দ করা হচ্ছে ২ হাজার ৫০০ কোটি টাকা। একই রকমের একটি প্রকল্প ঘোষণা করা হয়েছে তফসিলি উপজাতি এবং আদিবাসী মানুষদের জন্য। এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘জয় জহর’ প্রকল্প। যাঁর অধীনে আদিবাসী সমাজের ৬০ বছরের বেশি ১০০ শতাংশ মানুষ(যাঁরা অন্য কোনও ভাতা পান না) মাসে ১ হাজার টাকা করে বার্ধক্যভাতা পাবেন। এই প্রকল্পে উপকৃত হবেন ৫ লক্ষ মানুষ। এবং এর জন্য আগামী অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা।
অর্থমন্ত্রীর এই ঘোষণার ফলে রাজ্যের তফশিলি এবং আদিবাসী সমাজের মোট ২৫ লক্ষ পরিবার উপকার পেতে চলেছে। এছাড়াও রাজ্যে তফশিলিদের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ও ঘোষণা করা হয়েছে। আদিবাসী উন্নয়নে ৯৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, বিগত লোকসভা নির্বাচনে তফসিলি ভোটের একটা বড় অংশ চলে গিয়েছিল বিজেপির দখলে। জঙ্গলমহল এবং আদিবাসী অধ্যূষিত এলাকাগুলিতে তুলনায় বেশ খারাপ ফল ছিল তৃণমূলের। সেদিকে মাথায় রেখেই এবার আদিবাসীদের টার্গেট করার চেষ্টা করছে তৃণমূল সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.