Advertisement
Advertisement

Breaking News

West Bengal Board Of Secondary Education cancels job of 618 teachers

এবার চাকরি গেল নবম-দশমের ৬১৮ ‘অযোগ্য’ শিক্ষকের, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

৬১৮ জনের সুপারিশপত্র আগেই বাতিল করেছিল এসএসসি।

West Bengal Board Of Secondary Education cancels job of 618 teachers । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:March 3, 2023 8:08 pm
  • Updated:March 3, 2023 8:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবম-দশম শিক্ষক নিয়োগ মামলায় ৬১৮ জনের সুপারিশপত্র আগেই বাতিল করেছিল এসএসসি। এবার তাঁদের নিয়োগপত্র বাতিল করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে। আর স্কুলে যেতে হবে না ‘অযোগ্য’ শিক্ষকদের।

নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির (SSC Scam) তদন্তে নেমে ৯৫২ জন চাকরিপ্রার্থীর ওএমআর শিটে গোলমালের হদিশ পায় সিবিআই। সাদা খাতা জমা দিয়েও চাকরি পেয়েছিলেন অনেকে। এই নিয়োগ দুর্নীতির মামলা প্রথমে উঠেছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। পরে সেই মামলা বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে স্থানান্তর হয়। এসএসসিকে ৮০৫ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চাকরিপ্রার্থীরা।

Advertisement

[আরও পড়ুন: স্ত্রীর ডেথ সার্টিফিকেট তুলতে গিয়ে ‘মৃত’ স্বামী! কাঠগড়ায় রাজ্যের সরকারি হাসপাতাল]

কিন্তু সিঙ্গল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করেননি বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। ফলে নিয়োগ বাতিলের সিদ্ধান্তই বহাল থাকে বুধবার। ওইদিন রাতেই ৬১৮ শিক্ষকের সুপারিশপত্র বাতিলের সিদ্ধান্ত নেয় এসএসসি। সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি করে কমিশন। “সুপারিশপত্র বাতিলের উপর এখনই কোন স্থগিতাদেশ দেব না”, বলে জানিয়ে দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এবার ওই ‘অযোগ্য’ ৬১৮ জন শিক্ষকের নিয়োগপত্র বাতিলের বিজ্ঞপ্তি দিল মধ্যশিক্ষা পর্ষদ।

[আরও পড়ুন: রেকর্ড পতন পাক মুদ্রার দামে, আর্থিক সংকটে জেরবার ইসলামাবাদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement