রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুথ কমিটি করার নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। কিন্তু পঞ্চায়েতস্তরে সেই কমিটি অর্ধেক বুথেও এখনও তৈরি হয়নি। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। লোকসভা নির্বাচনের (Lok Sabha) আগে যেটা গেরুয়া শিবিরের কাছে কার্যত সেমিফাইনাল। অথচ, বুথস্তরে সংগঠন সাজাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে রাজ্য নেতাদের।
আজ ও কাল, দু’দিন কলকাতায় পঞ্চায়েত নিয়ে বঙ্গ বিজেপির (BJP) বৈঠকে ভোট প্রস্তুতিতে খামতি নিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের প্রশ্নের মুখে পড়তে হতে পারে রাজ্য নেতা থেকে জেলা সভাপতিদের। শুধু তাই নয়, পঞ্চায়েত ভোট পরিচালনার জন্য রাজ্য থেকে যে কমিটি গড়ে দেওয়া হয়েছিল, সেই কমিটির কাজের অগ্রগতি নিয়েও ক্ষোভ রয়েছে দলের অন্দরে। কমিটির অনেকেরই পঞ্চায়েতস্তরে কাজ করার অভিজ্ঞতাই নেই। পঞ্চায়েত নির্বাচন নিয়ে মাথাভারী কমিটি করেছেন দলের রাজ্য সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী। কিন্তু এই কমিটির সদস্যদের অধিকাংশের সঙ্গেই গ্রামাঞ্চলের কর্মীদের সরাসরি যোগাযোগ নেই। তাছাড়া, পঞ্চায়েতের কমিটিতে পুরনো ও অভিজ্ঞ নেতাদেরও রাখা হয়নি। এমনই অভিযোগ দলের একাংশের।
মনে করা হচ্ছে, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই কমিটির কিছু অদলবদল করার দিকেও হাঁটতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব। আজ রবিবার ও কাল সোমবার, দলের হেস্টিংস অফিসের বৈঠকে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে নতুন রণকৌশল ঠিক করার পাশাপাশি বঙ্গ বিজেপি নেতাদের কী দাওয়াই দেন সুনীল বনশল (Sunil Bansal), মঙ্গল পাণ্ডে-সহ কেন্দ্রীয় পর্যবেক্ষকরা সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। পঞ্চায়েত তো বটেই, লোকসভা ভোটকে সামনে রেখে প্রতি বুথে ৩০ জনের একটি করে কমিটি করার কথা বলেছিলেন কেন্দ্রীয় নেতারা। সেই কমিটিতে ১৫ জন থাকবে সরাসরি পার্টি থেকে। আর বাকি ১৫ জনকে বিভিন্ন মোর্চা থেকে নেওয়া হবে। যার মধ্যে যুব ও মহিলা মোর্চার ৫ জন করে থাকবে।
দলীয় সূত্রে খবর, ৫০ শতাংশ বুথ কমিটিই সেভাবে গড়ে তোলা যায়নি। আজ ও কাল রাজ্য বিজেপির দু’দিনের বৈঠকে দলের রাজ্য পদাধিকারী, পাঁচটি জোনের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব, জেলা ইনচার্জ ও জেলা সভাপতিরা উপস্থিত থাকবেন। অমিত মালব্য (Amit Malvya), সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদেরও থাকার কথা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.