Advertisement
Advertisement
West Bengal Assembly Election 2021

আরও ১০ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বামফ্রন্টের, প্রার্থীবদল বনগাঁ দক্ষিণের

কংগ্রেসের ভাগের আসনেও প্রার্থী দিচ্ছে সিপিএম।

West Bengal assembly polls: Left Front declares candidate list for 10 seats | Sangbad Pratidin

ফাইল চিত্র

Published by: Abhisek Rakshit
  • Posted:March 17, 2021 6:04 pm
  • Updated:March 19, 2021 2:08 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত: বঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Elections 2021)। আগামী ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার নির্বাচন। তার আগে আরও এক দফা প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। মোট ন’টি আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া একটি আসনে প্রার্থী বদল করা হয়েছে। পাশাপাশি শান্তিপুর (Shantipur) আসনটি প্রথমে কংগ্রেসকে (Congress) ছাড়া হলেও এবার ওই আসনে বামেরাই লড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার বামফ্রন্টের তরফে সভাপতি বিমান বসুর এক বিবৃতিতে মোট ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৯ জনই CPM-র প্রার্থী। একজন RSP-র। ধূপগুড়ি, ময়নাগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, সামশেরগঞ্জ, শান্তিপুর, হরিণঘাটা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, উলুবেড়িয়া উত্তর, মন্তেশ্বর আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হল। এর মধ্যে ময়নাগুড়ি থেকে লড়বেন আরএসপির প্রার্থী। এছাড়া বিবৃতিতে জানানো হয়েছে, শান্তিপুর আসনটিতে কংগ্রেস নয়, লড়বে সিপিএম। তবে সেখানে প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। তা চূড়ান্ত হলেই প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

Advertisement

[আরও পড়ুন: এপ্রিলে মমতার হয়ে প্রচারে আসছেন শরদ পওয়ার! আপত্তি জানিয়ে NCP-কে চিঠি কংগ্রেসের]

এর পাশাপাশি বনগাঁ দক্ষিণের প্রার্থীকে বদল করা হল। এর আগে এখানকার প্রার্থী ছিলেন ডাঃ প্রীতিকুমার রায়। কিন্তু বিবৃতিতে জানানো হয়েছে, অসুস্থতার কারণে তিনি প্রার্থীপদ থেকে অব্যাহতি চেয়েছেন। আর সেকারণেই তাঁর জায়গায় নতুন প্রার্থী করা হয়েছে সিপিএমের তাপস কুমার বিশ্বাসকে। তবে রাজনৈতিক মহলের মতে, সম্প্রতি প্রীতিকুমারের বিরুদ্ধে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। পরবর্তীতে আরও অনেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন। সেই বিতর্কের মুখেই বামফ্রন্টের এই সিদ্ধান্ত।

এক নজরে দেখে নেওয়া যাক কোন আসনে কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে:

ধুপগুড়ি: ডাঃ প্রদীপ কুমার বিশ্বাস (সিপিএম)
ময়নাগুড়ি: নরেশ চন্দ্র রায় (আরএসপি)
দার্জিলিং: গৌতমরাজ রাই (সিপিএম)
কার্শিয়াং: উত্তম শর্মা (সিপিএম)
সামশেরগঞ্জ: মোদাস্সর হোসেন (সিপিএম)
শান্তিপুর: এই আসনে সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রার্থীর নাম পরে জানানো হবে।
হরিণঘাটা: অলকেশ দাস (সিপিএম)
বনগাঁ উত্তর: পীযূষ কান্তি সাহা (সিপিএম)
বনগাঁ দক্ষিণ: তাপস কুমার বিশ্বাস (সিপিএম)। পূর্ব ঘোষিত অসুস্থতার কারণে অব্যাহতি চান। তাঁর বদলেই নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হল।
উলুবেড়িয়া উত্তর: অশোক দলুই (সিপিএম)
মন্তেশ্বর: অনুপম ঘোষ (সিপিএম)

[আরও পড়ুন: ‘যত বলছে জয় শ্রীরাম, তত বাড়ছে গ্যাসের দাম’, শালতোড়া থেকে বিজেপিকে খোঁচা অভিষেকের]

এদিকে, পরে আবার কংগ্রেসের তরফ থেকে দু’টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। কালচিনি থেকে প্রার্থী অভিজিৎ নার্জিনারি এবং ফলতায় আবদুর রেজ্জাক মোল্লা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement