Advertisement
Advertisement

Breaking News

পুজোর মুখে বেনজির অধিবেশন বিধানসভার, বিধায়কদের বেতনবৃদ্ধি বিল পেশের সম্ভাবনা

মন্ত্রী ও বিধায়কদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে দিয়েছেন।

West Bengal assembly calls special single day session | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:October 13, 2023 1:47 pm
  • Updated:October 13, 2023 3:28 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পুজোর মুখে বসতে চলেছে বিধানসভার অধিবেশন। মন্ত্রী ও বিধায়কদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত বিল আকারে পেশ করা হতে পারে একদিনের ওই অধিবেশনে। খবর বিধানসভা সূত্রের।

মন্ত্রী ও বিধায়কদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে দিয়েছেন। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর করতে বিধানসভায় বিল আনতে হবে। সরকার চাইছে পুজোর আগেই বিধায়কদের বেতন বাড়িয়ে দিতে। সেই লক্ষ্যে একপ্রকার নজিরবিহীনভাবে দ্বিতীয়ার দিন বসতে চলেছে বিধানসভার অধিবেশন। জানা গিয়েছে শুধুমাত্র বিধায়কদের বেতনবৃদ্ধি সংক্রান্ত বিল পেশ করার জন্যই একদিনের ওই অধিবেশন ডাকা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: Durga Puja 2023 Weather Update: মহালয়া-পুজোয় সম্ভাবনা নেই দুর্যোগের, বঙ্গবাসীর জন্য সুখবর দিল হাওয়া অফিস]  

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে বসেছিল মন্ত্রিসভার বৈঠক। সেখানেই মুখ্যমন্ত্রী এ নিয়ে উদ্যোগ নিতে বলেন মন্ত্রীদের। তার পরই ঠিক হয়, সোমবার দ্বিতীয়ার দিন বিধানসভার অধিবেশন বসবে। দুটি বিলে সংশোধনী আনা হবে একদিনের এই অধিবেশনে। একটি হল The Bengal Legislative Assembly (Members emoluments) Act 1937। এই বিলটি হল বিধায়কদের বেতন বাড়ানোর জন্য। অপরটি হল West Bengal Salaries And Allowances Act 1952। এই বিলটি মন্ত্রীদের বেতন বাড়ানোর জন্য।

[আরও পড়ুন: ৭ দিনের সন্তানকে জলে চুবিয়ে ‘খুন’ করে বেপাত্তা মা! হাড়হিম ঘটনা পুরুলিয়ায়]  

তবে সোমবার অর্থাৎ দ্বিতীয়ার দিন বিল পাশ হয়ে গেলেও সেটা পুজোর আগে আইনে পরিণত হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ বিল পাশ হলেও সেটা আইনে পরিণত করতে রাজ্যপালের সই প্রয়োজন। আর রাজ্যপাল আদৌ এই বিলে ছাড়পত্র দেবেন কিনা, দিলেও কবে দেবেন, সেসব নিয়ে রীতিমতো সংশয় রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement