Advertisement
Advertisement

Breaking News

সকাল-সন্ধ্যায় শীতের শিরশিরানি! কলকাতার পারদ নামল ২০ ডিগ্রিতে

আজ মরশুমের শীতলতম দিন।

Weather Update: wednesday is the coldest day for Kolkata in this season | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 22, 2023 9:41 am
  • Updated:November 22, 2023 1:26 pm  

নিরুফা খাতুন: নভেম্বরের শুরু থেকেই সকাল ও রাতে অনুভূত হচ্ছে শীতের শিরশিরানি। এই মরশুমে এই প্রথমবার তিলোত্তমায় ২০ ডিগ্রির ঘরে নামল পারদ। বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে এরকমই থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ বজায় থাকবে বাংলায়। তবে পাকাপাকিভাবে শীত নয় এখনই। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামবে। আগামী ৪-৫ দিন তিলোত্তমার তাপমাত্রা ঘোরাফেরা করবে ২০ থেকে ২২ ডিগ্রির মধ্যে। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা ইতিমধ্যেই ২০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। আগামী কয়েকদিনে যা নামতে পারে ১৫ ডিগ্রিতে। ইতিমধ্যেই পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গে ক্রমশ বাড়বে শীতের আমেজ।

Advertisement

[আরও পড়ুন: আদানিদের হাতছাড়া তাজপুর, বাণিজ্য সম্মেলনে নতুন টেন্ডার ডাকার ঘোষণা মুখ্যমন্ত্রীর]

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে একটি অক্ষরেখা। পুবালি অক্ষরেখা রয়েছে শ্রীলঙ্কা থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত। নতুন করে পশ্চিমীঝঞ্ঝা ঢুকবে বৃহস্পতিবার। যার প্রভাবে উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকার বেশ কিছু রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে। হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও থাকছে। পুবালি হাওয়ায় দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু এবং কেরলে।

[আরও পড়ুন: পাচারের সময় মধ্য কলকাতা থেকে উদ্ধার হাওয়ালার ৭৯ লক্ষ টাকা! গ্রেপ্তার দুই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement