নিরুফা খাতুন: ডিসেম্বরের শহরের ঘুম ভাঙল শীতের ওম গায়ে মেখে। অবশেষে কলকাতাজুড়ে ঠান্ডার আমেজ। রীতিমতো কনকনে আবহাওয়া। ভোরের দিকে কুয়াশার চাদরে মুখ ঢাকলেও বেলা বাড়তে মিঠে রোদের দেখা মিলেছে শহরে। শুধু তিলোত্তমা নয়, শীতে কাঁপছে পশ্চিমের জেলাগুলিও। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, জাঁকিয়ে শীতের স্পেল চলবে রবিবার পর্যন্ত।
অবাধ উত্তুরে হাওয়ায় জমিয়ে শীতের আমেজ। দুদিনে কলকাতার তাপমাত্রা নেমেছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস! কলকাতাতে ১৩ ডিগ্রির ঘরে পারদ! আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি। রাতের তাপমাত্রা নেমেছে অনেকটা। হু হু করে নামছে পশ্চিমের জেলার পারদও। বর্তমানে সেখানকার তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যে আপাতত শুষ্ক আবহাওয়া। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
তবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে সকালের দিকে। কুয়াশার দাপট থাকবে ছয় জেলাতে। মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে বিক্ষিপ্তভাবে। দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা-ধোঁয়াশা। দার্জিলিং-সহ উত্তরবঙ্গে কুয়াশার দাপট। ঘন কুয়াশার দাপটে সড়ক চলাচল ও বিমান চলাচলে ব্যাহত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশার সতর্কবার্তা। বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে। দু এক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে। কুয়াশা থাকবে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.