ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: একুশের নির্বাচনের আগে ক্রমশ চওড়া হচ্ছে তৃণমূলের (TMC) ফাটল। গত দু’দিনে শুভেন্দু অধিকারীকে অনুসরণ করে দল ছেড়েছেন বহু দাপুটে নেতা। এই পরিস্থিতিতেও শুক্রবার কোর কমিটির বৈঠকে কর্মীদের নিশ্চিন্তে থাকার পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, কালীঘাটে কোর কমিটির মিটিংয়ে এদিন দলনেত্রী দলকে ইতিবাচক বার্তাই দেন। দৃঢ় কন্ঠে তিনি বলেন, “একুশে জয় নিশ্চিত। শুধু সকলকে এক সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজ্যের উন্নয়নমূলক কাজ আরও বেশি করে মানুষের সামনে তুলে ধরতে হবে। বাড়াতে হবে জনসংযোগ। প্রত্যেকের কাছে গিয়ে তাঁদের সমস্যা জানতে হবে। চেষ্টা করতে হবে সমাধানের।” এরপরই দলত্যাগীদের ইঙ্গিত করে তৃণমূল সু্প্রিমো বলেন, “কে এল, কে গেল তাতে কিছু আসে যায় না। নেতা নয় বরং কর্মীরাই দলের আসল সম্পদ। তাই চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। জয় নিশ্চিত।” তাঁর কথায়, যাঁরা দল ছাড়ছেন তাঁরা বোঝা ছিল। একের পর এক নেতা-কর্মীদের ক্ষোভ প্রকাশ্যে আসার প্রসঙ্গে এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, কারও মনে প্রশ্ন তৈরি হলে, কোনও কিছুতে সমস্যা হলে, তাঁর সঙ্গে কথা বলার, বোঝানোর। যতক্ষণ তিনি দলে থাকবেন, ততক্ষণ চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, একুশের বাংলা দখলে মরিয়া বিজেপি (BJP)। বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাই একুশের নির্বাচনে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা অনুমান করেছিল সবমহলই। কিন্তু আচমকাই শুভেন্দু অধিকারীর দলত্যাগ বদলে দিয়েছে সমীকরণ। প্রাক্তন মন্ত্রীর পথে হেঁটে একের পর এক দল ছাড়ছেন তৃণমূলের তাবড় তাবড় নেতা। অনুমান করা হচ্ছে, শেষমেষ তাঁদের অধিকাংশই যোগ দিতে পারেন গেরুয়া শিবিরে। এই দলত্যাগের প্রভাব ঠিক কতটা পড়ল তৃণমূলে, তা বোঝা যাবে ভোটের ফলাফলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.