Advertisement
Advertisement
New Slogan

We Demand Justice! ‘সুপ্রিম’ শুনানির আগে স্লোগান বদলে দিল নির্যাতিতার পরিবার

'বিচার না পাওয়া পর্যন্ত আপনারা রাস্তা ছাড়বেন না', প্রতিবাদ মঞ্চ থেকে বললেন নির্যাতিতার কাকিমা। কেঁদে উঠলেন মা।

We Demand Justice! new slogan raised by victim's family ahead of hearing at Supreme Court
Published by: Sucheta Sengupta
  • Posted:September 8, 2024 7:39 pm
  • Updated:September 8, 2024 7:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক এক করে কেটে গিয়েছে একটা মাস। আর জি করের নারকীয় ঘটনার প্রতিবাদের ঝাঁজ আরও বাড়ছে। বিচারের দাবিতে সুপ্রিম কোর্টের উপর চাপও ক্রমশ বাড়ছে। দ্রুত দোষীর চরমতম শাস্তি চেয়ে এবার ‘Justice’-এর স্লোগানই বদলে দিলেন নির্যাতিতার কাকিমা। রবিবার কলকাতার প্রতিবাদ সভা থেকে তিনি বললেন, ”আর We Want Justice নয়, এবার বলতে হবে We Demand Justice. নতুন স্লোগান তুলবেন আপনারা সকলে। বিচার না পাওয়া পর্যন্ত আপনারা রাস্তা ছাড়বেন না।” তাঁর এই বার্তার পরই সমবেত জনতা তুললেন We Demand Justice স্লোগান।

রবিবার এনআরএস হাসপাতাল থেকে ধর্মতলার পর্যন্ত চিকিৎসকদের মিছিলে শামিল হন আর জি করে তরুণী চিকিৎসকের পরিবার। ছিলেন বাবা, মা, কাকিমা। এর পর তাঁরা রাসবিহারীর সভায় পৌঁছন। শোক সামলে সকলের সঙ্গে গলা মিলিয়ে তাঁরাও এখন বলছেন, দ্রুত মেয়ের বিচার চাই। মেয়ের এই মৃত্যু তাঁদের পরিবারকে কার্যত শেষ করে দিয়েছে বলে কান্নাকাটি করেন মা। সোমবার, ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি। তার আগে চাপ বাড়াতেই রবিবার রাতভর কর্মসূচি। আর তার আগে নয়া স্লোগান বেঁধে দিলেন নির্যাতিতার কাকিমা। বললেন, ‘‘আর ‘আমরা বিচার চাই’ স্লোগান নয়। এবার বিচারের দাবিতে স্লোগান তুলতে হবে। বলতে হবে, ‘উই ডিমান্ড জাস্টিস।’’ তাঁর আরও সংযোজন, ”বিচার না পাওয়া পর্যন্ত আপনারা রাস্তা ছাড়বেন না। আমরা আপনাদের সঙ্গে আছি। সবসময় আমরা হয়ত থাকতে পারব না, নানারকম কাজে ব্যস্ত থাকব। কিন্তু জানবেন, আমরা প্রতিবাদে, দাবিতে আছি।”

Advertisement

[আরও পড়ুন: অস্কারজয়ী নিকোল কিডম্যানের সঙ্গে অভিনয়, ঈশান খট্টরের হলিউড ডেবিউ কি ‘পারফেক্ট’ হল?]

এটাই বোধহয় আন্দোলনের সার্থকতা। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে যায় যে প্রতিবাদের আগুন। এক স্লোগান থেকে তৈরি হয় প্রতিরোধের আরেক ভাষা। একের প্রতি অন্যায় যা আর ব্যক্তিগত থাকে না, যে ক্ষত হয়ে ওঠে সকলের। আর তার নিরাময়ে সমাজের সর্বস্তর এক ভাষায় কথা বলে ওঠে। এক হয়ে ওঠে সুর, স্বর, গর্জন। যে স্বর চায় শুধু অন্যায়ের সুবিচার। এই আন্দোলনই বলে দিচ্ছে, অন্ধকারের সময় পেরিয়ে আলোর রাস্তা ঠিক মিলবেই। এত বড় অন্যায়ের বিচার হবেই। এই আশাতেই এখন সময় কাটাচ্ছে অকালে ঝরে যাওয়া তরতাজা তরুণী চিকিৎসকের পরিবার।

[আরও পড়ুন: ‘কুমোরটুলি দিচ্ছে হাঁক, আমার দুর্গা বিচার পাক’, এবার রাজপথ দখল মৃৎশিল্পীদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement