Advertisement
Advertisement
WBJEE

রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, মেধাতালিকায় কড়া টক্কর বাংলা ও CBSE বোর্ডের পরীক্ষার্থীদের

মেধাতালিকায় এক থেকে দশে নেই কোনও ছাত্রী।

WBJEE Result: 2024 WBJEE results announced, here is first ten in merit list
Published by: Sucheta Sengupta
  • Posted:June 6, 2024 3:03 pm
  • Updated:June 6, 2024 4:36 pm

দীপালি সেন: রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হল। পূর্বঘোষণা মতো বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ সল্টলেকের রূপান্ন ভবন থেকে সাংবাদিক বৈঠক করেন বোর্ডের চেয়ারম্যান। মেধাতালিকায় প্রথম দশজনের নাম ঘোষণা করেন তিনি। তাতে সিবিএসই এবং পশ্চিমবঙ্গ বোর্ডের পরীক্ষার্থীদের মধ্যে একেবারে সমানে সমানে লড়াই।  মেধাতালিকার প্রথম দশে থাকা চারজন পশ্চিমবঙ্গ বোর্ডের, চারজন সিবিএসই আর দুজন আইসিএসসি বোর্ডের পড়ুয়া। বোর্ড চেয়ারম্যান সকলের নাম, স্কুল ও সেইসঙ্গে বোর্ডের নামও ঘোষণা করেছেন। বিকেল চারটে থেকে বোর্ডের ওয়েবসাইট wbjeeb.nic.in-এ নিজেদের ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা। 

[আরও পড়ুন: প্রথমবার বার্ড ফ্লুতে মানুষের মৃত্যু, নয়া মহামারীর আশঙ্কা মেক্সিকোয়!]

চব্বিশের রাজ্য জয়েন্টে (WBJEE) প্রথম দশ স্থানাধিকারীদের একনজরে দেখে নেওয়া যাক –

Advertisement
  •  প্রথম বাঁকুড়া জেলা স্কুলের কিংশুক পাত্র (WBHSC)
  • দ্বিতীয় কল্যাণী এক্সপেরিমেন্টাল হাইস্কুলের শুভ্রদীপ পাল(WBHSC)
  • তৃতীয় কল্যাণীর বিশপ ম্যারো স্কুলের বিবস্বান বিশ্বাস  (ISCE)
  • চতুর্থ দার্জিলিং পাবলিক স্কুলের ইরাদ্রি বসু খণ্ড (CBSE) 
  • পঞ্চম সাউথ পয়েন্টের ময়ূখ বিশ্বাস (CBSE) 
  • ষষ্ঠ ত্রিবেণী বিদ্যাপীঠের  ঋতম বন্দ্যোপাধ্যায় (ISCE)
  • সপ্তম ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের অভীক দাস (WBHSC)
  • অষ্টম দিল্লি পাবলিক স্কুলের অথর্ব সিংহানিয়া (CBSE) 
  • নবম স্কটিশচার্চ কলেজিয়েট স্কুলের শৌনক কর (WBHSC)
  • দশম নরেন্দ্রপুর বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের বিজিত মইষ(CBSE) 

মেধাতালিকায় (Merit list) বিশেষভাবে উল্লেখযোগ্য যে এক থেকে দশে নেই কোনও ছাত্রী।  সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান। শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)।

কবে থেকে কাউন্সেলিং, তা এখনও জানা যায়নি। যোগ্য পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা দেখে পরে তা জানানো হবে বলে বোর্ড সূত্রে খবর।

[আরও পড়ুন: দিল্লিতে অখিলেশের বাড়িতে অভিষেক, তৃণমূলের সেনাপতির সাক্ষাৎপ্রার্থী আপ নেতারা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement