Advertisement
Advertisement
WBJEE

আগামী সপ্তাহ থেকে রাজ্য জয়েন্টের কাউন্সেলিং শুরু, দিনক্ষণ ঘোষণা বোর্ডের

শনিবার নেতাজি ইন্ডোরে অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস-এর এক অনুষ্ঠানে দিনক্ষণ ঘোষণা করলেন জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।

WBJEE Councelling: Date announced by the Joint board for online councelling
Published by: Sucheta Sengupta
  • Posted:July 6, 2024 4:59 pm
  • Updated:July 6, 2024 5:01 pm  

দীপালি সেন: পরীক্ষা হয়েছিল এপ্রিলে, জুনের শুরুর দিকেই ফল প্রকাশিত হয়। কিন্তু কাউন্সেলিং শুরু হতে হতে জুলাই গড়াল। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে কাউন্সেলিংয়ের নতুন দিনক্ষণ ঘোষণা করা হল। শনিবার নেতাজি ইন্ডোরে অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস-এর (APAI) এক অনুষ্ঠানে ঘোষণা করলেন জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহ অর্থাৎ ১০ জুলাই থেকে শুরু হবে অনলাইন কাউন্সেলিং। চলবে ৫ আগস্ট পর্যন্ত। ফলাফলের ভিত্তিতে মেধাতালিকা অনুযায়ী এ রাজ্যের সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি নেওয়া হবে সফল পরীক্ষার্থীদের। জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে মোট আসন সংখ্যা ৩৫ হাজার।

ইঞ্জিনিয়ারিংয়ের (Engineering) বিভিন্ন স্ট্রিম ছাড়াও আর্কিটেকচার (Architecture) নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন রাজ্য জয়েন্টে (WBJEE) সফল হওয়া পরীক্ষার্থীরা। শনিবার অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস আয়োজিত ‘প্রি-কাউন্সেলিং ফেয়ার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্য জয়েন্ট বোর্ডের নতুন দায়িত্বে আসা সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। যোগ দেন বোর্ডের চেয়ারম্যানও। তাঁরা জানিয়েছেন, রাজ্যের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়, ৯টি রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৫৬টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ-সহ মোট ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় পড়াশোনার সুযোগ মিলবে।

Advertisement

[আরও পড়ুন: মেট্রো বা বাইক নয়, হেঁটে একুশের মিছিলে যোগ দিন! দলীয় নেতাদের নির্দেশ তৃণমূলের]

১০ জুলাই থেকে অনলাইন কাউন্সেলিংয়ে (Online Councelling) অংশ নিতে হলে মেধাতালিকায় থাকা পরীক্ষার্থীদের বোর্ডের ওয়েবসাইটে নিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। তার পরই কাউন্সেলিংয়ে যোগ দেওয়া যাবে। যাদের নাম মেধাতালিকায় রয়েছে, তারাই অংশ নিতে পারবে। কাউন্সেলিংয়ে যোগ দিলেই বোঝা যাবে, পছন্দের কলেজে পছন্দের বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ পাবে কি না। মোট ৬০ টি শাখায় পড়ার সুযোগ পাওয়া যাবে।

[আরও পড়ুন: বিদায় রোনাল্ডো, ইউরো মহাকাব্যে অন্তহীন পর্তুগিজ কিংবদন্তির বীরগাথা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement