দিপালী সেন: লেট-ফাইন ছাড়া একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের সময়সীমা আগেই বাড়িয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার লেট-ফাইন সহ রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হল। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ নভেম্বর মধ্যরাত পর্যন্ত অনলাইনে একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের ফর্ম পূরণ করা যাবে।
সংসদের তরফে জানানো হয়েছে, এরপর আর রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হবে না। অর্থাৎ, অনলাইনে একাদশ শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশনের এটাই শেষ সুযোগ। এই সময়সীমা শেষের হয়ে যাওয়ার পর অফলাইনে রেজিস্ট্রেশনের কোনও আবেদন করলেও তা গ্রাহ্য করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানোর কারণে পিছিয়ে দেওয়া হয়েছে অনলাইনে চেকলিস্ট জমা দেওয়ার পূর্বনির্ধারিত সূচি। জানানো হয়েছে, ২০ নভেম্বরের পরিবর্তে ৩০ নভেম্বর থেকে শুরু হবে এই প্রক্রিয়া। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।
প্রসঙ্গত, জাতীয় শিক্ষানীতি (NEP 2020) গ্রহণযোগ্য কি না, তা নিয়ে বিস্তর তর্ক-বিতর্কের মাঝে শিক্ষাবিদদের আলোচনাক্রমে রাজ্যের নয়া শিক্ষানীতি প্রকাশিত হয়েছে কিছুদিন আগে। তাতে জাতীয় শিক্ষানীতির কয়েকটি প্রস্তাব গৃহীত হয়েছে। বাকিটা সম্পূর্ণতই রাজ্যে শিক্ষার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে তৈরি হয়েছে। তাতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা এবং পরীক্ষা ব্যবস্থায় বেশ কিছু রদবদলের উল্লেখ রয়েছে। বিকাশ ভবনের (Bikash Bhaban) তরফে ১৭৮ পাতার রাজ্য শিক্ষানীতি ২০২৩-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবম-দশম শ্রেণির শেষে হবে মাধ্যমিক পরীক্ষা। একাদশ-দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা নিতে আগ্রহী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৪ শিক্ষাবর্ষে যে সব পড়ুয়া একাদশ শ্রেণিতে ভরতি হবে, তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.