Advertisement
Advertisement

Breaking News

Primary TET 2022

Primary TET: ২০২২-এর টেটেও দুর্নীতি? কুন্তলের ফ্ল্যাট থেকে OMR শিট উদ্ধার নিয়ে মুখ খুললেন পর্ষদ সভাপতি

কী বললেন পর্ষদ সভাপতি?

WBBPE chief answers allegations on 2022 TET | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 30, 2023 6:26 pm
  • Updated:January 30, 2023 6:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের প্রাথমিক টেটেও (Primary TET) দুর্নীতি? নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের বাড়ি থেকে ওএমআর শিট উদ্ধারের পর থেকেই এই প্রশ্ন মাথাচারা দিয়েছিল। সেই সমস্ত বিভ্রান্তি উড়িয়ে দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। পরীক্ষার্থীদের উদ্দেশে তাঁর বার্তা, “বিভ্রান্ত হবেন না। ২০২২ সালের টেটের ওএমআর শিট সুরক্ষিত রয়েছে।”

সোমবার ২০২২ সালের টেটের ওএমআর শিট ঘিরে বিভ্রান্তি ছড়ায়। বিভ্রান্তি দূর করতে তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করেন পর্ষদ সভাপতি। তাঁর মূল বার্তা, “বিভ্রান্ত হবে না। ২০২২ সালের টেটের ওএমআর শিট সুরক্ষিত রয়েছে। সময়েই ফলপ্রকাশ হবে।” তিনি আরও বলেন, আদালত জানে এবারের টেট কতটা সুরক্ষিতভাবে নেওয়া হয়েছিল। বর্তমানে শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে তাও কতটা নিরাপত্তার মধ্যে হচ্ছে তাও আদালত জানেন।” সবমিলিয়ে এদিন আতঙ্কিত পরীক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা চালালেন গৌতম পাল।

Advertisement

[আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে হাই কোর্টের নজরে অভিনেত্রী, ইডি’কে হলফনামা পেশের নির্দেশ]

উল্লেখ্য, চিনার পার্কে কুন্তল ঘোষের জোড়া ফ্ল্যাটে তল্লাশির পর গত ২১ জানুয়ারি তাকে গ্রেপ্তার করে ইডি। তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একটি খাতা এবং একটি ডায়রি বাজেয়াপ্ত করা হয়। ওই ডায়রিতে সাংকেতিক হরফে নানা গুরুত্বপূর্ণ তথ্য লেখা রয়েছে বলেই ইডি সূত্রে খবর। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল কুন্তলের ফ্ল্যাট থেকে গত ১১ ডিসেম্বরের টেটের অ্যাডমিট কার্ড, ওএমআর শিট, ডিএলএড সার্টিফিকেট বাজেয়াপ্ত করা হয়েছে। কীভাবে কুন্তলের কাছে ওই নথি পৌঁছল, স্বাভাবিকভাবেই সে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি ২০২২ সালে নিরাপত্তার চাদরে মোড়া টেটেও চাকরি বিক্রি হয়েছে? গত বছর যে সময় টেট পরীক্ষা নেওয়া হয়েছে সেই সময়ে নিয়োগ দুর্নীতির মূল চাঁইদের অনেকেই জেলবন্দি। তাহলে কে বা কাদের নির্দেশে দুর্নীতি করে কুন্তল, এমনই নানা প্রশ্নের খোঁজে তদন্তকারীরা।

এই বিতর্কের মাঝেউ তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে আশ্বস্ত চেষ্টা করলেন পর্ষদ সভাপতি। কিন্তু তাতে কি আশ্বস্ত হবেন পরীক্ষার্থীরা নাকি ফের নতুন কোনও দুর্নীতির হদিশ মিলবে, সেই ধন্দ থেকেই যাচ্ছে।

[আরও পড়ুন: গোরক্ষনাথ মন্দিরে হামলার ঘটনায় দোষী মুরতাজাকে মৃত্যুদণ্ডের দিল আদালত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement