Advertisement
Advertisement

Breaking News

WB Weather Update

‘উষ্ণ’ ইদে মেঘলা আকাশ, বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা?

মঙ্গলে নামবে তাপমাত্রা!

WB Weather Update: Temperature may decrease in next 24 hours
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 31, 2025 11:50 am
  • Updated:March 31, 2025 11:50 am  

নিরুফা খাতুন: ইদের সকাল থেকে মেঘলা আকাশ। তবে ভ্যাপসা গরম থেকে নিস্তার মেলেনি। সকলের মনেই প্রশ্ন, দেখা মিলবে কি বৃষ্টির? নাহ, সুখবর শোনাতে পারল না হাওয়া অফিস। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামিকাল থেকেই নামবে তাপমাত্রার পারদ। শুক্রবারের মধ্যে ৪ ডিগ্রি কমবে তাপমাত্রা।

হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত তাপপ্রবাহ থেকে আংশিক স্বস্তি মিলবে। তবে হট-ডে পরিস্থিতি আজও জারি থাকবে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে। তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। আগামিকাল থেকে ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। এ সপ্তাহে কলকাতার তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলার তাপমাত্রা থাকবে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কোথাও কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা। শুক্রবার ও শনিবার বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায়।

Advertisement

জানা গিয়েছে, সোমবার শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের পাঁচ জেলার আবহাওয়া। তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। আগামী ৪-৫ দিন একই রকম থাকবে তাপমাত্রা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে অন্ধ্রপ্রদেশ, কর্নাটকের কিছু এলাকায়। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিম ও মধ্য ভারতের বেশ কিছু এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement