Advertisement
Advertisement
WB Weather Update

পশ্চিমের জেলায় শৈত্যপ্রবাহ! কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে মাঝ ডিসেম্বের তিলোত্তমায় অনুভূত শীতের আমেজ। শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে। পথঘাট মুড়েছে কুয়াশা। পশ্চিমের জেলাগুলোতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে।

WB Weather Update: Temperature decrease in kolkata
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 13, 2024 9:12 am
  • Updated:December 13, 2024 9:32 am  

নিরুফা খাতুন: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে মাঝ ডিসেম্বের তিলোত্তমায় অনুভূত শীতের আমেজ। শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে। পথঘাট মুড়েছে কুয়াশা। পশ্চিমের জেলাগুলোতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে।

শুক্রবার সকাল থেকেই রাজ্যজুড়ে কুয়াশার দাপট। তিলোত্তমার ছবিটাও এক। অনুভূত হচ্ছে শীতের শিরশিরানি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী চার থেকে পাঁচদিন এরকমই থাকবে আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই-চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের চার জেলা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। শনি ও রবিবার শৈত্যপ্রবাহের সতর্কবার্তা পাঁচ জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। কলকাতার তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রির নিচেই। রবিবার পর্যন্ত জেলাজুড়ে থাকবে জাঁকিয়ে শীতের স্পেল। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Advertisement

শীতে জবুথবু উত্তরবঙ্গও। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। আগামী পাঁচদিন তাপমাত্রার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা নেই ১৮ ডিসেম্বর পর্যন্ত। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে স্থলভাগে ঢুকেছে। ক্রমশ দুর্বল হবে সিস্টেমটি। বাংলায় এর প্রভাব না পড়লেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কেরল এবং মাহেতে। তামিলনাডু, পুদুচেরি, কর্ণাটকেও ভারী বৃষ্টির সম্ভাবনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement