Advertisement
Advertisement

Breaking News

WB Weather Update

ঘূর্ণাবর্তের জেরে সকাল থেকেই মুখভার আকাশের, কয়েক ঘণ্টায় বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ

জেনে নিন বৃষ্টি হবে কোন কোন জেলায়।

WB Weather Update: Storm and rain warning in South bengal including Kolkata

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:April 4, 2025 9:35 am
  • Updated:April 4, 2025 9:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই হাওয়া বদল হয়েছে। গরম থাকলেও মৃদুমন্দ বাতাসও বইছে। এসবের মাঝেই সুখবর দিল হাওয়া অফিস। আজ, শুক্রবারই ঝমঝমিয়ে বৃষ্টি নামতে চলছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের সব জেলায়। সঙ্গী হবে ঝোড়ো হাওয়া।

জানা গিয়েছে, জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু-কাশ্মীর এবং অসম সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের উপরিভাগ এবং সংলগ্ন বাংলাদেশ এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত। মধ্য মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকার উপরও ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। দক্ষিণ পূর্ব আরব সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। যার জেরে বদলাচ্ছে বাংলার আবহাওয়া। শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকায় অস্বস্তি রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন,কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলোতে গরম অনেকটাই বেশি অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বাড়বে। সোম থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে বলেই খবর।

Advertisement

তবে উত্তরবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। আপাতত বৃষ্টির সম্ভাবনাও নেই বলেই খবর। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই চলবে বৃষ্টি। আগামী রবিবার বৃষ্টি হতে পারে শুধুমাত্র দার্জিলিংয়ে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গের সব জেলায়। মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বাড়বে বলেই খবর। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement