Advertisement
Advertisement

Breaking News

WB Weather Update

পৌষের শেষে শীতে জবুথবু তিলোত্তমা! সপ্তাহান্তে একলাফে ৪ ডিগ্রি নামবে পারদ?

কী জানাচ্ছে হাওয়া অফিস?

WB Weather Update: Met department predicts temperature decrease in next 48 hours
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 8, 2025 9:54 am
  • Updated:January 8, 2025 10:41 am  

নিরুফা খাতুন: এ মরশুমে শীত যেন লুকোচুরি খেলছে। ২ দিন শীতের আমেজ অনুভূত হলে পরবর্তী ৭ দিন কেটেছে উষ্ণ। এসবের মাঝেই জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ পৌষের শেষলগ্নে শহরে পারদ পতন। কুয়াশায় মুড়েছে পথঘাট। আগামী ৪৮ ঘণ্টায় এক ধাক্কায় চার ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা। তাপমাত্রা নামতে পারে ১২-১৩ ডিগ্রিতে।

হাওয়া অফিস সূত্রে খবর, পৌষের শেষে এসে ভোল বদলাচ্ছে আবহাওয়া। আগামী দু’দিনে কমবে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবারের মধ্যে ২ থেকে চার ডিগ্রি সেলসিয়াস নামতে পারে তাপমাত্রার পারদ। তবে পরের তিনদিন প্রায় একই জায়গায় থাকবে তাপমাত্রা। তবে এ সপ্তাহেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এমনকী সংক্রান্তিতেও দেখা মিলবে না শীতের। কারণ, উত্তুরে হাওয়ায় ফের বাধা হবে পশ্চিমী ঝঞ্ঝা।

Advertisement

এদিন উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। যদিও আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে কুয়াশার দাপট অনেকটাই কমবে। আপাতত চার পাঁচ দিন শুষ্ক আবহাওয়া। নিম্নমুখী থাকবে পারদ। অতিঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশে। হিমাচল প্রদেশ, বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশাতে ঘন কুয়াশার সতর্কতা। শৈত্য প্রবাহের পরিস্থিতি হিমাচল প্রদেশ এবং পশ্চিম রাজস্থানে। হিমাচল প্রদেশে গ্রাউন্ড ফ্রস্টের পরিস্থিতি তৈরি হবে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement