Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সাফল্য, সিভিল সার্ভিসে চমকপ্রদ ফল রাজ্যের

হবু আমলাদের শুভেচ্ছা জানিয়ে ব্যক্তিগতভাবে চিঠি লিখছেন মুখ্যমন্ত্রী।

WB students shine in UPSC exam
Published by: Subhajit Mandal
  • Posted:July 31, 2024 8:52 pm
  • Updated:July 31, 2024 8:52 pm

নব্যেন্দু হাজরা: সর্বভারতীয় সিভিল সার্ভিস UPSC পরীক্ষায় বাংলার পরীক্ষার্থীদের অংশগ্রহণ কম। এই আক্ষেপ মেটাতে নিজে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর উদ্যোগ এবার সাফল্যের মুখ দেখছে রাজ্য। ২০২৩ সিভিল সার্ভিস পরীক্ষায় সাম্প্রতিক অতীতের সেরা সাফল্য পেল বাংলা। রাজ্য থেকে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হলেন ১৫ জন। এঁদের মধ্যে সাতজন রাজ্য সরকারের উদ্যোগে তৈরি সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই আমলাতন্ত্রে বাংলার মেধাবীদের উৎসাহ দিয়ে থাকেন। হাতে গোনা নয়, বাংলা থেকে তৈরি হোক বহু IAS, IPS – এমনই লক্ষ্য তাঁর। সেই লক্ষ্যেই ২০১৪ সালে রাজ্যে একটি সিভিল সার্ভিস স্টাডি সেন্টার গড়ে তোলেন তিনি। ২০২১ সালে সেই সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে আরও বিনিয়োগ বাড়ায় রাজ্য সরকার। সল্টলেকে (Salt Lake) তৈরি হওয়া ওই স্টাডি সেন্টারের পুনরুজ্জীবন ঘটিয়ে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার রূপে আত্মপ্রকাশ ঘটান তিনি।

Advertisement

[আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুরকে চালের বরাত দেওয়া বন্ধ, আদালতে কী জানাল রাজ্য?]

ওই স্টাডি সেন্টারে সরকারি খরচে উচ্চমানের প্রশিক্ষণ দেওয়া হয় আমলাতন্ত্রে আগ্রহী মেধাবীদের। সেই উদ্যোগেই এবার অভাবনীয় সাফল্য পেল বাংলা। জানা গিয়েছে, এবার রাজ্য থেকে মোট ১৫ জন ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার বিভিন্ন বিভাগে নির্বাচিত হয়েছন। আগামী দিনে বাংলা আরও চারজন IAS, একজন IRS, দুজন IPS, চারজন IFS, একজন IIS, একজন IDES, একজন IRMS পেতে চলেছে। তাৎপর্যপূর্ণভাবে এই ১৫ জনের মধ্যে ৭ জনই রাজ্য সরকারের তৈরি সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারে প্রশিক্ষণপ্রাপ্ত। শুধু তাই নয়, ২০২৪ ইউপিএসসিতেও (UPSC) সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের ৫৪ জন পড়ুয়া প্রিলিমসে পাশ করেছেন। তাঁরা চূড়ান্ত পর্বের পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন।

[আরও পড়ুন: রাহুলের প্রতি অনুরাগের ‘ঘৃণাভাষণ’কে সমর্থন মোদির! প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব কংগ্রেসের]

রাজ্যের মেধাবীদের এই সাফল্যে খুশি মুখ্যমন্ত্রীও। তিনি নিজে হবু আমলাদের শুভেচ্ছা জানিয়ে ব্যক্তিগতভাবে চিঠি লিখছেন বলে খবর। আগামী দিনেও এই সিভিল সার্ভিসে আগ্রহীদের প্রশিক্ষণ দিতে আগ্রহী রাজ্য সরকার।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement