Advertisement
Advertisement
Firhad Hakim

হিডকোর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, নিজেই জানালেন ফিরহাদ

মন্ত্রিসভার সিদ্ধান্তে এই পরিবর্তন বলেই জানান তিনি।

WB State cabinet decides to change Firhad Hakim from the post of Hidco chairman
Published by: Sayani Sen
  • Posted:December 27, 2024 9:31 pm
  • Updated:December 27, 2024 9:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিডকোর দায়িত্ব থেকে অব্যাহতি ফিরহাদ হাকিমের। শুক্রবার কলকাতার মেয়র নিজেই সেকথা জানান। মন্ত্রিসভার সিদ্ধান্তে এই পরিবর্তন বলেই জানান তিনি।

ফিরহাদ হাকিম বলেন, “গুঞ্জনের কিছু নেই। আমাকে একসময় হিডকোর দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এখন উনি নিয়ে নিয়েছেন।” তবে হিডকোর দায়িত্ব থেকে অব্যাহতির কারণ নিয়ে অবশ্য স্পষ্টভাবে কিছুই বলেননি ফিরহাদ হাকিম। এই প্রসঙ্গে তিনি বলেন, “উনি কোনও কারণে নিশ্চয়ই নিয়েছেন। এর মানে এই নয় যে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “আমি দলের অনুগত সৈনিক। দল যে কাজ দেবে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেবেন, সেটাই আমি মাথা পেতে নেব। আমি দলের প্রথম দিনের সৈনিক।”

Advertisement

বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। ওই বৈঠকে হিডকো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক করা হয়, হিডকোকে পুর ও নগরোন্নয়ন উন্নয়নের দপ্তরের অধীনে আর রাখা হবে না। আনা হবে প্রশাসনিক সংস্কার এবং কর্মিবর্গ দপ্তরের অধীনে। বলে রাখা ভালো, বাম আমলে হিডকো ছিল আবাসন দপ্তরের অধীনে। সেই সময় গৌতম দেব দীর্ঘদিন ছিলেন হিডকোর চেয়ারম্যান। তবে রাজ্য সরকারের পালাবদলের পর পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীনে আনা হয়েছিল হিডকোকে। এবার সেই সিদ্ধান্ত বদল করা হল। তবে আচমকা কেন এমন সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা, তা নিয়ে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই জোর শোরগোল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement