সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৯তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে গাওয়া হল রাজ্য সঙ্গীত। ‘বাংলার মাটি বাংলার জল’-এ গলা মেলালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উঠে দাঁড়ালেন সলমন খান, অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো তারকারা।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উদ্বোধন হল চলচ্চিত্র উৎসবের। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েই এবার উদ্বোধনী মঞ্চে হাজির হয়েছেন সলমন। তাঁর সঙ্গেই মঞ্চে রয়েছেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট-সহ অন্যান্যরা। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে রাজ্য সঙ্গীত গাওয়া হবে। সেই মতোই এদিন উদ্বোধনে ‘বাংলার মাটি বাংলার জল’ গানে গলা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে চলচ্চিত্র উৎসবের সূচনা করলেন সলমন খান।
প্রসঙ্গত, বিভিন্ন রাজ্যের নিজস্ব সঙ্গীত রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এতদিন তেমন কোনও সঙ্গীত ছিল না। সেই কারণেই রাজ্য সঙ্গীতের প্রস্তাব দিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে তা নিয়ে বিস্তর আলোচনা হয়। শেষে ‘বাংলার মাটি বাংলার জল’-কে রাজ্য সংগীত হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বিধানসভায়। ভোটাভুটিতে তা পাশও হয়। সোমবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার থেকে জাতীয় সঙ্গীতের মতোই উঠে দাঁড়িয়ে গাইতে হবে রাজ্য সঙ্গীত অর্থাৎ ‘বাংলার মাটি বাংলার জল’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.