Advertisement
Advertisement
TMC

বিধানসভায় গরহাজির প্রথম ৭ প্রশ্নকর্তাই, শাসকদলের উপর ‘ক্ষুব্ধ’ স্পিকার

অতীতে এরকম কোনওদিন হয়নি বলেই দাবি ওয়াকিবহাল মহলের।

WB speaker furious with 7 TMC MLAs | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 29, 2023 1:38 pm
  • Updated:November 29, 2023 1:50 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: একাধিকবার সর্তক করা সত্ত্বেও বিধানসভায় গরহাজির বিধায়করা। যার দরুন শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় অনুপস্থিত ছিলেন প্রথম সাত বিধায়ক প্রশ্নকর্তা। ফলে অষ্টম প্রশ্নকর্তার প্রশ্ন দিয়ে অধিবেশন শুরু করতে হয় স্পিকারকে। যা এক কথায় নজিরবিহীন। অতীতে এরকম কোনওদিন হয়নি বলেই দাবি ওয়াকিবহাল মহলের। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, বিধানসভায় গরহাজিরা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এমনকী, তাঁর নির্দেশে চালু হয়েছে হাজিরা খাতা। তা নিয়ে কার্যত ‘বিরক্তি’ প্রকাশ করেছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। 

বিধানসভা সূত্রে জানা গিয়েছে, এদিন প্রথম সাত প্রশ্নকর্তা অনুপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের দেবেশ মণ্ডল, অপূর্ব সরকার, রফিকুল ইসলাম মণ্ডল। শাসকদলের চিফ হুইপ বা সরকার পক্ষের মুখ্য সচেতকও অনুপস্থিত ছিলেন। অষ্টম প্রশ্নকর্তা শওকত মোল্লার প্রশ্ন দিয়ে অধিবেশন শুরু করতে হয় স্পিকারকে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন স্পিকার বলেন, “খুব স্কেলিটন উপস্থিতি। বিশেষ করে ট্রেজারি বেঞ্চকে (সরকারি বেঞ্চ) বলব এটা কী? কেন এমন হবে? এটা দুর্ভাগ্যজনক।”

Advertisement

[আরও পড়ুন: ‘মোটা ভাই, ভোট নাই’, শাহী সভার পালটা তৃণমূলের পোস্টার-ব্যানারে ভরল কলকাতা]

প্রসঙ্গত, শীতকালীন অধিবেশনে হাজিরা নিয়ে এবার বেশিই কড়া তৃণমূল শিবির। খোদ মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর নির্দেশ, বিধানসভায় প্রবেশ ও বেরনোর সময় বিধায়কদের সই করা বাধ্যতামূলক। দলকে না জানিয়ে কারও অনুপস্থিতি গ্রাহ্য হবে না। এমনই বিবিধ কড়া নিয়মের বেড়াজালে বিধানসভা অধিবেশন শুরু হয়েছে শুক্রবার থেকে। তার পরেও এই অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

[আরও পড়ুন: ‘খারাপ কিছু হয়ে গেলে যে কী হত!’, উত্তরকাশীর শ্রমিকদের সামনে আবেগপ্রবণ মোদি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement