Advertisement
Advertisement
TMC plans to distribute leaflet among Central Force

WB Panchayat Vote 2023: ভোটের মুখে কেন্দ্রীয় বাহিনী নিয়ে নয়া পরিকল্পনা TMC’র, কী জানালেন কুণাল?

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে বাহিনী।

WB Panchayat Vote 2023: TMC plans to distribute leaflet among Central Force । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 29, 2023 6:18 pm
  • Updated:June 29, 2023 6:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর উপরে আস্থা রেখেছে কলকাতা হাই কোর্ট। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে বাহিনী। শুরু রুটমার্চ। কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে নয়া পরিকল্পনা তৃণমূলের। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেকথা জানালেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কুণাল ঘোষ বলেন, “কেন্দ্রীয় বাহিনীর জন্য লিফলেট ছাপিয়েছে। হিন্দি এবং বাংলাতে। হাতে দেব। আপনার স্ত্রী কন্যাশ্রী পায়? স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার পান? মেয়ের বিয়ের জন্য রূপশ্রী পান? তাই বলছি এমন আচরণ করুন যে আপনি ফিরে গিয়ে বলবেন এমন সুযোগসুবিধা আমার রাজ্যেও চাই।” ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের হাতে রাজ্য সরকারের নানা সুযোগসুবিধা সম্বলিত লিফলেট দেওয়া হয় বলেও জানান কুণাল। সেই জওয়ান লিফলেট পড়েন। রাজ্য সরকার সত্যি এত সুযোগসুবিধা দেন কিনা, সেই প্রশ্ন করেন। তৃণমূল নেতানেত্রীরা জানান, “এই কাজ থামাতে আপনাদের এনেছেন। তাই এমনভাবে করুন যাতে ঘরের মেয়ের অধিকার ঠিকঠাক থাকে।”

Advertisement

[আরও পড়ুন: আড়িয়াদহে শুটআউট, যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, রাস্তায় ফেলে মারধরের অভিযোগ]

তৃণমূলের লিফলেট বিলির পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু তীব্র চাপানউতোর। বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, “বাংলার নেতাদের মাথার ঠিক নেই। কী বলছেন, কাকে বলছেন, কেন বলছেন বুঝতে পারছেন না। বাংলার মানুষকে বোঝাতে পারছেন না। আর আধাসেনাকে বোঝাবেন?” কেন্দ্রীয় বাহিনী নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। লিফলেট এই বিতর্ককে অন্য মাত্রা দিল তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: নির্বাচনী বিধি লঙ্ঘন করে প্রার্থী সিভিক ভলান্টিয়ার! রিপোর্ট তলব বিচারপতি সিনহার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement