গোবিন্দ রায়: পঞ্চায়েত নির্বাচনের (Bengal Panchayat Election) নথি বিকৃতির অভিযোগ। শিক্ষক এবং পুরসভার নিয়োগ দুর্নীতির পর এবার এই অভিযোগের তদন্তভারও সিবিআইয়ের কাঁধে। বুধবার এমন বেনজির রায় দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী ৭ জুলাই রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
হাওড়ার উলুবেড়িয়ার ১ নম্বর ব্লকের বহিরা এবং ধূলিসামলি পঞ্চায়েতের সিপিএম প্রার্থী কাশ্মীরা বিবি ও অনুজা বিবি মনোনয়নপত্র বিকৃতির অভিযোগ তোলেন। দু’জনের দাবি, ওবিসি হওয়া সত্ত্বেও মনোনয়নপত্রের চেকলিস্টে জাতিগত শংসাপত্রের জায়গায় তার উল্লেখ করেননি ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও। তাঁরা মনে করেন, নির্বাচনী নথি বিকৃতির ফলে তাঁদের মনোনয়নপত্র স্ক্রুটিনিতে বাদ পড়ে গিয়েছে। বিডিওর কাছে সেই অভিযোগ জানাতে যান তাঁরা। তবে বিডিও অভিযোগ নেননি বলেই দাবি। আর তারপরই এই অভিযোগের জল গড়ায় কলকাতা হাই কোর্টে।
ওই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, “যে আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তিনি রাজ্য সরকারি কর্মচারী। তাই রাজ্যের কাছে এই তদন্তের ভার দেওয়া সমীচীন হবে না।” এরপর এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি। পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগের দিন অর্থাৎ আগামী ৭ জুলাই এই মামলার তদন্ত রিপোর্ট হাই কোর্টে পেশের নির্দেশ বিচারপতি সিনহার। কলকাতা হাই কোর্টের এই রায় নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর। এই রায়কে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই ব্যাখ্যা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.