Advertisement
Advertisement

Breaking News

WB Panchayat Vote 2023

WB Panchayat Vote 2023: ‘মার খেয়েছে ওরা’, ৬০ BJP প্রার্থীর মনোনয়নের সময়সীমা বাড়াল হাই কোর্ট

সন্দেশখালি ১ ও ২, মিনাখা, ন্যাজাট এবং হাড়োয়া ব্লকের বিজেপি প্রার্থীদের জন্য বাড়ল সময়সীমা।

WB Panchayat Vote 2023: Calcutta High Court extends nomination timeline for 60 BJP candidates of Basirhat । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 16, 2023 2:43 pm
  • Updated:June 16, 2023 4:58 pm  

গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টে মঞ্জুর বিজেপি প্রার্থীদের আরজি। বসিরহাটের ৬০ জন বিজেপি প্রার্থীর মনোনয়নের সময়সীমা বাড়ানোর নির্দেশ দিল আদালত। শুক্রবার মহকুমাশাসকের কাছে মনোনয়ন জমা দিতে হবে তাঁদের।  

গত বৃহস্পতিবার রাজ্যে পঞ্চায়েত ভোট (WB Panchayat Vote 2023) ঘোষণা ও মনোনয়নের দিনক্ষণ ঠিক হওয়ার পর দেখা যায়, মনোনয়নের জন্য সময় এক সপ্তাহ। এই সময়সীমা যথেষ্ট কম বলে মনে করেছেন বিরোধী দলের নেতারা। পরদিনই প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরীর এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাই কোর্টে মামলা দায়ের করেন। মনোনয়নের সময়সীমা বাড়ানোর দাবি জানান। এরপর মনোনয়নে অশান্তির সাক্ষী গোটা রাজ্য। বসিরহাটের বিজেপি প্রার্থীরা দাবি করেন, হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাঁরা। রাজ্যের শাসকদলের নেতা-কর্মীদের মাধ্যমে তাঁরা আক্রান্ত বলেও অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: মনোনয়নের সময়সীমা বাড়ানো নিয়ে কী সিদ্ধান্ত কমিশনের? জানানোর নির্দেশ হাই কোর্টের]

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা বসিরহাটের ৬০ জন বিজেপি প্রার্থীর মনোনয়ন পেশের সময়সীমা বাড়ান। তাঁর নির্দেশ অনুযায়ী, সন্দেশখালি ১ এবং ২ ব্লক, মিনাখা, ন্যাজাট এবং হাড়োয়া ব্লকের প্রার্থীরা পেশ করতে পারবেন মনোনয়ন। শুক্রবার বিকেল চারটের মধ্যে যারা মহকুমাশাসকের কাছে উপস্থিত থাকবেন তাদের মনোনয়ন জমা নিতে হবে কমিশনকে। বসিরহাটের পুলিশ সুপারকে মনোনয়ন পেশে সবরকম সাহায্য করতে হবে বলেও নির্দেশ হাই কোর্টের।

[আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীতে আপত্তি জানিয়ে করা পুনর্বিবেচনার আরজি প্রত্যাহার রাজ্যের, এবার কি শীর্ষ আদালতে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement