Advertisement
Advertisement
WB Panchayat Poll

WB Panchayat Poll: মনোনয়নের নথি বিকৃতি মামলায় এখনই CBI তদন্ত নয়, অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

আগামী সোমবার মামলার রায়দান।

WB Panchayat Poll: Calcutta HC division bench pass interim stay order on CBI probe in Panchayat Election । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 23, 2023 12:10 pm
  • Updated:June 23, 2023 3:03 pm

গোবিন্দ রায়: মনোনয়নের নথি বিকৃতি মামলায় সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ। আগামী সোমবার মামলায় রায়দান। তার আগে এই মামলায় সিবিআই (CBI) কোনও পদক্ষেপ নিতে পারবে না বলেই জানাল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। 

হাওড়ার উলুবেড়িয়ার ১ নম্বর ব্লকের বহিরা এবং ধূলিসামলি পঞ্চায়েতের সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম খান ও তনুজা বেগম মল্লিক মনোনয়নপত্র (Bengal Panchayat Election 2023) বিকৃতির অভিযোগ তোলেন। দু’জনের দাবি, ওবিসি হওয়া সত্ত্বেও মনোনয়নপত্রের চেকলিস্টে জাতিগত শংসাপত্রের জায়গায় তার উল্লেখ করেননি ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও। তাঁরা মনে করেন, নির্বাচনী নথি বিকৃতির ফলে তাঁদের মনোনয়নপত্র (Nomination) স্ক্রুটিনিতে বাদ পড়ে গিয়েছে। বিডিওর কাছে সেই অভিযোগ জানাতে যান তাঁরা। তবে বিডিও অভিযোগ নেননি বলেই দাবি। আর তারপরই এই অভিযোগের জল গড়ায় কলকাতা হাই কোর্টে।

Advertisement

[আরও পড়ুন: জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত খারিজ, আদালতে স্বস্তি রাজ্যের]

ওই মামলার পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি অমৃতা সিনহা বলেন, “যে আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তিনি রাজ্য সরকারি কর্মচারী। তাই রাজ্যের কাছে এই তদন্তের ভার দেওয়া সমীচীন হবে না।” এরপর এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি। পঞ্চায়েত নির্বাচনের(WB Panchayat Poll) ঠিক আগের দিন অর্থাৎ আগামী ৭ জুলাই এই মামলার তদন্ত রিপোর্ট হাই কোর্টে পেশের নির্দেশ দেন বিচারপতি।

সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। আপাতত সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাই কোর্ট। আগামী সোমবার মামলার রায়দান। আদৌ সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল থাকে কিনা, সেটাই এখন দেখার। 

[আরও পড়ুন: Panchayat Election 2023: পঞ্চায়েতে দ্বিগুণ হল বিজেপির সংখ্যালঘু প্রার্থী! গুরুত্ব দিচ্ছে না তৃণমূল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement