Advertisement
Advertisement
Adhir Chowdhury files case at Calcutta HC

WB Panchayat Poll: পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসা, হস্তক্ষেপ দাবি করে ফের হাই কোর্টে অধীর

সোমবারই মামলার শুনানির সম্ভাবনা।

WB Panchayat Poll: Adhir Chowdhury files case at Calcutta HC on violence during polls । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 10, 2023 12:05 pm
  • Updated:July 10, 2023 12:31 pm  

গোবিন্দ রায়: পঞ্চায়েত ভোটে (Panchayat Vote 2023) বেলাগাম হিংসা। ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। আদালতের হস্তক্ষেপ দাবি করে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি। সোমবারই মামলার শুনানির সম্ভাবনা।

কংগ্রেস নেতা জানান, গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্য জুড়ে অশান্তি হয়েছে। গুলি, বোমায় ঘটেছে প্রাণহানিও। ওই অশান্তি নিয়ে ব্যক্তিগতভাবে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর দাবি, মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে গরিব, নিম্ন মধ্যবিত্তের উপর আক্রমণ হয়েছে। তাঁরা জানেন না কোথায় যেতে হবে। হাসপাতালে অনেকে যেতে পারেননি। কোথাও কোথাও প্রসাশনও নিরুত্তর। সেসব পরিবারের জন্য ক্ষতিপূরণের আরজিও জানান। এবং অভিযুক্তদের বিরুদ্ধে আদালতকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে।

Advertisement

[আরও পড়ুন: ‘গলা কাটা হবে’, পুনর্নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে উদ্ধার হুমকি পোস্টার]

কলকাতা হাই কোর্টের হস্তক্ষেপ দাবি করে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তাঁকে মামলা দায়েরের অনুমতি দেয় আদালত। সোমবারই মামলার শুনানির সম্ভাবনা। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী এবং দফা বৃদ্ধির দাবিতে আদালতের দ্বারস্থ হন অধীর।

[আরও পড়ুন: পাঁচশো-হাজার ‘ঘুষে’ই মেট্রোর লাখো টাকার লোহা-তামা চুরি! গ্রেপ্তার ৩ নিরাপত্তারক্ষী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement