Advertisement
Advertisement

Breaking News

WB Panchayat Election 2023

WB Panchayat Election 2023: প্যারা টিচার এবং মেডিক্যাল অফিসারদের ভোটের কাজে ব্যবহার নয়, নির্দেশ কমিশনের

একাধিক জেলায় প্যারা টিচারদের ফোর্থ পোলিং অফিসার হিসাবে নিয়োগ করা হচ্ছিল।

WB Panchayat Election 2023: Para teacher and medical officers will not be included in Panchayat Election duty | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 21, 2023 1:46 pm
  • Updated:June 21, 2023 1:46 pm  

নব্যেন্দু হাজরা: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election 2023) ব্যবহার করা হবে না প্যারা টিচার এবং মেডিক্যাল অফিসারদের। জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি লিখে এই নির্দেশের কথা জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব।

এর আগে একাধিক জেলায় মেডিক্যাল অফিসার এবং প্যারা টিচারদের চতুর্থ নির্বাচনী অফিসার বা ফোর্থ পোলিং অফিসার হিসাবে নিয়োগ করার খবর প্রকাশ্যে এসেছে। পঞ্চায়েত নির্বাচনে তার পুনরাবৃত্তি চাইছে না নির্বাচন কমিশন। জেলায় জেলায় নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে, পার্শ্ব শিক্ষকদের চতুর্থ নির্বাচনী অফিসার হিসেবে নিয়োগ করা চলবে না। সেই সঙ্গে বাদ রাখতে হবে মেডিকেল অফিসারদের।

Advertisement

[আরও পড়ুন: দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ, দাবি পূরণ না হলে পার্টি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি TMC বিধায়কের]

নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের (Election Commission) নজরে এসেছে বিভিন্ন জেলায় প্যারা টিচার বা প্রাথমিক শিক্ষকদের ফোর্থ পোলিং অফিসার হিসেবে নিয়োগ করা হচ্ছে। এমনকী মেডিক্যাল অফিসারদের ভোটের কাজে নিযুক্ত করা হচ্ছে। কমিশনের নির্দেশ, প্যারা টিচার বা প্রাথমিক শিক্ষকদের ফোর্থ পোলিং অফিসার পদে নিয়োগ করা যাবে না। এবং যেখানে যেখানে মেডিক্যাল অফিসারদের ভোটের কাজে নিয়োগ করা হয়েছে, তাঁদের সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে।

[আরও পড়ুন: বাংলার নির্বাচনের ইতিহাসে প্রথম! অবলুপ্ত পাহাড়িয়া জনজাতির ‘সুমিত্রা দি’ ভোট প্রার্থী]

উল্লেখ্য, আগামী ৮ জুলাই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে কমিশন জেলা প্রতি মাত্র এক কোম্পানি করে বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। তাতেই খাপ্পা সরকারি কর্মীদের একাংশ। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা না করা হলে ভোটের কাজ করা তাঁদের পক্ষে সম্ভব নয়। যদিও কমিশন সব সরকারি কর্মীকেই ভোটের কাজে ব্যবহার করতে চায় বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement