Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

WB Panchayat Election 2023: ‘অপরাধ করলে শাস্তি দিন, মাথা পেতে নেব’, হাতজোড় করে আরজি মমতার

পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের জন্য বিরোধীদেরও ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

WB Panchayat Election 2023: Mamata Banerjee gets emotional after landslide victory in Panchayat Election । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 12, 2023 6:55 pm
  • Updated:July 12, 2023 6:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটে (West Bengal Panchayat Election 2023) বিপুল জয় তৃণমূলের। ঘাসফুল শিবিরের দাবি, ‘গণদেবতার জয়’। যদিও বিরোধীদের অভিযোগ, ভোট লুট করেছে রাজ্যের শাসকদলের। উভয়পক্ষের বাগ তরজার মাঝে রাজ্যবাসীর কাছে হাতজোড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরজি, “কুৎসা নয়। অপরাধ থাকলে শাস্তি দিন। মাথা পেতে নেব।”

পঞ্চায়েত ভোটে সবুজ ঝড়ের পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিপুল জয়ের জন্য বিরোধীদেরও ধন্যবাদ জানান। বলেন, “সমালোচনা, কুৎসা করে শক্তি জুগিয়েছেন বিরোধীরা। কুৎসা আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। যাঁরা বিরোধিতা করে সাহায্য করেছেন, তাঁদের ধন্যবাদ জানাই।” 

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোট হিংসায় নিহতদের পরিবারপিছু আর্থিক সাহায্য ঘোষণা মমতার]

বিরোধীদের উদ্দেশে তাঁর একটাই প্রশ্ন, “আমরা কী অপরাধ করেছি?” এদিন কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন মমতা। হাতজোড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই আরজি, “আমি অপরাধ করলে শাস্তি দিন। মানুষ সাজা দিলে মেনে নেব। আমার অপরাধ থাকলে মাথা পেতে শাস্তি মেনে নেব। কিন্তু এত মিথ্যে?” শুধুমাত্র রাজনৈতিক ফায়দার আশায় রাজ্যকে কলুষিত না করারও আরজি জানান মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: ফুটবলার প্রবীর দাসের সঙ্গে ‘লাভ ট্রিপে’ গীতশ্রী, ‘বিয়ে কবে?’ ‘রাশি’কে প্রশ্ন ভক্তদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement