Advertisement
Advertisement
R G Kar Case

এবার রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন থেকে ‘বিতাড়িত’ সন্দীপ ঘোষ, আজ ফের CBI তলব

তরুণী চিকিৎসকে ধর্ষণ-খুনের ঘটনায় নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁর সঙ্গে সংগঠন কোনও সম্পর্ক রাখবে না।

R G Kar case: WB Orthopedic Association suspends Sandip Ghosh
Published by: Paramita Paul
  • Posted:August 18, 2024 9:12 am
  • Updated:September 3, 2024 7:55 pm  

ক্ষীরোদ ভট্টাচার্য: আরও বিপাকে আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। এবার রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন থেকে বের করে দেওয়া হল তাঁকে। তরুণী চিকিৎসকে ধর্ষণ-খুনের ঘটনায় নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁর সঙ্গে সংগঠন কোনও সম্পর্ক রাখবে না। শনিবার বিজ্ঞপ্তি জারি করে সাফ জানিয়ে দিয়েছে সংগঠন।

চিকিৎসক সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর জি কর কাণ্ডে (R G Kar Case) নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সন্দীপের সঙ্গে কোনও সম্পর্ক রাখা হবে না। সংগঠনের কোনও কনভেনশনে যোগ দিতে পারবেন না। সংগঠন সম্পর্কে মন্তব্য করতে বা পরামর্শও দিতে পারবেন না ডা. সন্দীপ ঘোষ। হাসপাতালের নৃশংসতা নিয়ে তাঁর অবস্থান ও ব্যাখ্যা জানতে চেয়েছে সংগঠন। গতকাল কেপিসি মেডিক্যাল কলেজে বৈঠকে বসেছিলেন সংগঠনের নেতৃত্ব। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

Advertisement

[আরও পড়ুন: ২ ঘণ্টা অন্তর দিতে হবে রিপোর্ট, আর জি কর বিক্ষোভ নিয়ে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের]

আরজি করে মহিলা চিকিৎসককে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় শুরু থেকেই সিবিআইয়ের নজরে সন্দীপ। তদন্তভার হাতে নেওয়ার পর মাঝ রাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে গিয়েছিলেন সিবিআইয়ের আধিকারিকরা। আপাতত পর পর দুদিন সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন সন্দীপ। রবিবার ফের তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। 

নৃশংস হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্স ভেঙে দেওয়া হয়। এই বিষয়ে তিনি কী কী জানেন তা জানতে চাওয়া হয় সন্দীপের কাছে। এছাড়াও অপরাধের ঘটনা ঘটার পর কার কার সঙ্গে তিনি বৈঠক করেছেন সে সম্পর্কেও সিবিআইয়ের প্রশ্নের মুখে পড়তে হয় প্রাক্তন অধ্যক্ষকে।

[আরও পড়ুন: শিক্ষকের লালসার শিকার! চিকিৎসা চলাকালীন যোগীরাজ্যে মৃত ধর্ষিতা কিশোরী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement