Advertisement
Advertisement

Breaking News

Minister Sujit Bose tested covid positive

Covid-19: রাজ্য মন্ত্রিসভায় আবারও করোনার থাবা, দ্বিতীয়বার আক্রান্ত দমকল মন্ত্রী সুজিত বসু

হোম আইসোলেশনেই আপাতত রয়েছেন তিনি।

WB Minister Sujit Bose tested covid positive । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:January 8, 2022 10:09 am
  • Updated:January 8, 2022 11:44 am  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রাজ্য মন্ত্রিসভায় আবারও করোনার থাবা। এবার আক্রান্ত দমকল মন্ত্রী সুজিত বসু। মৃদু উপসর্গ থাকায় আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার দমকল মন্ত্রীর শরীরে হানা দিল ভাইরাস। এদিকে, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও করোনা আক্রান্ত। 

বেশ কয়েকদিন ধরে করোনার নানা উপসর্গ দেখা দিয়েছিল সুজিত বসুর শরীরে। তাতেই সন্দেহ হয়। আরটি পিসিআর টেস্ট করান মন্ত্রী। শুক্রবার টেস্টের রিপোর্ট আসে। তাতেই জানা যায়, মন্ত্রী সুজিত বসুর শরীরে ফের থাবা বসিয়েছে করোনা ভাইরাস। আপাতত মৃদু উপসর্গ রয়েছে তাঁর। তাই হোম আইসোলেশনে রয়েছেন। এর আগে ২০২০ সালেও করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। মন্ত্রীর পরিবারের অন্যান্য সদস্যরাও আক্রান্ত কিনা, তা জানতে শনিবার তাঁদেরও করোনা পরীক্ষা করা হবে। 

Advertisement

[আরও পড়ুন: খাস কলকাতায় গৃহবধূদের নিয়ে তৈরি ‘মহিলা গ্যাং’য়ের দৌরাত্ম্য, চলন্ত গাড়ি থেকে চলছে লুটপাট]

নতুন বছরের শুরুর দিনই রাজ্য মন্ত্রিসভায় থাবা বসায় করোনা ভাইরাস (Coronavirus)। কোভিড পজিটিভ হয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভরতি হন অরূপ বিশ্বাস (Arup Biswas)। এই হাসপাতালের একই কেবিনে করোনা আক্রান্ত হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভরতি ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মেয়ে সানাও করোনা আক্রান্ত। হোম আইসোলেশনে রয়েছে সৌরভকন্যা। 

রাজ্যে করোনার দাপট ক্রমশ বাড়ছে। স্বাস্থ্যভবনের শুক্রবার সন্ধের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২১৩ জন। যাঁদের মধ্যে ৭ হাজার ৪৮৪ জন কলকাতার বাসিন্দা। দৈনিক আক্রান্তের নিরিখে এটা সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (৩, ১১৮)। তৃতীয় স্থানে থাকা হাওড়ায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৬০ জন। আর চিন্তা বাড়িয়ে হাজারের গন্ডি পার করল পশ্চিম বর্ধমানও ( ১,০৪৩)। সবমিলিয়ে এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ লক্ষ ১১ হাজার ৯৫৭ জন। চিকিৎসকদের পরামর্শ, সংক্রমণ শৃঙ্খল ভাঙতে মাস্ক পরতেই হবে। মেনে চলতে হবে কোভিডবিধি। 

[আরও পড়ুন: কোভিডবিধি মেনেই হবে গঙ্গাসাগর মেলা, শর্তসাপেক্ষ অনুমোদন দিল কলকাতা হাই কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement