Advertisement
Advertisement
Moloy Ghatak

আধঘণ্টার নোটিসে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, সময়ের আগেই হাজির আইনমন্ত্রী মলয় ঘটক

আইনমন্ত্রীর কাছে ফাইল আটকে থাকায় নিম্ন আদালতের বিচারকের বদলি আটকে রয়েছে।

WB Minister Moloy Ghatak at Calcutta HC after Justice Gangopadhyay called in | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 27, 2023 5:45 pm
  • Updated:September 27, 2023 6:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে সময়ের আগে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) পৌঁছে গেলেন মলয় ঘটক। রাজ্য়ের আইনমন্ত্রীর কাছে ফাইল আটকে থাকায় নিম্ন আদালতের বিচারকের বদলি আটকে রয়েছে। একথা জানতে পেরেই বুধবার বিকেলে মলয় ঘটককে হাই কোর্টে তলব করেন বিচারপতি। নির্দেশ মেনে সময়ের আগেই আদালতে পৌঁছে যান মন্ত্রী।

পাঁচটা নাগাদ আইনমন্ত্রী মলয় ঘটক হাই কোর্টের হাজির হন। বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্ত্রীকে বলেন, “আপনারা কাছে ফাইল পড়ে রয়েছে।” জবাবে আইনমন্ত্রী বিচারপতিকে বলেন,”অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলাম। ৪ দিন আগেই ছাড়া পেয়েছি। ১৫ দিন বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকরা। দুদিন সময় বাড়ান। দ্রুত পদক্ষেপ নেব।” এরপরই বিচারপতি ২ দিন বাড়িয়ে ৬ অক্টোবরের মধ্যে বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের বদলি কার্যকর করতে বলেন। বিচরপতির সমস্ত প্রশ্নের জবাব দিয়ে ১০ মিনিটের মধ্য়ে বেরিয়েও যান তিনি। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “যা বলার আদালতকে বলেছি।”

Advertisement

[আরও পড়ুন: Durga Bharat Samman: দুর্গাপুজোতেও এবার নবান্ন বনাম রাজভবন, ‘দুর্গাভারত সম্মান’ দেবেন রাজ্যপাল]

ফাইল রাজ্যের আইনমন্ত্রীর কাছে আটকে থাকায় আলিপুর আদালতের বিচারকের বদলি আটকে রয়েছে, এজলাসেই বিচারবিভাগের সচিবের কাছে এ কথা জানতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার পরই রাজ্য়ের আইনমন্ত্রীকে ডেকে পাঠান তিনি। জানান, আধঘণ্টার মধ্যে তাঁকে হাজির হতে নির্দেশ দেন। 

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চাকরিপ্রার্থীরা, অভিষেকের অফিসের পাশেও আন্দোলনকারী মিছিল]

 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement