ক্ষিরোদ ভট্টাচার্য: রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার দায়িত্ব পাচ্ছেন ডা. অনিরুদ্ধ নিয়োগী। যদিও তিনি এই পদের জন্য ইন্টারভিউ দেননি। বরং এই পদের জন্য় ইন্টারভিউ দিয়েছিলেন অন্য ১২ জন অধ্যাপক চিকিৎসকরা। তাঁদের বদলে অফিসার অন স্পেশ্যাল ডিউটি পদে কর্মরত ডা. অনিরুদ্ধ নিয়োগীকে নিয়োগ করা হল। শনিবার নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলেন স্বাস্থ্য়সচিব নারায়ণস্বরূপ নিগম।
গত ৩০ সেপ্টেম্বর রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদ থেকে অবসর নেন ডা. দেবাশিষ ভট্টাচার্য। তার পর শূন্য়পদ পূরণের জন্য় বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্যদপ্তর। সেই অনুযায়ী দিন পনেরো আগে অন্তত ১২ জন ইন্টারভিউ দেন। তাঁদের মধ্যে ছিলেন এনআরএস হাসপাতালের প্রিন্সিপ্যাল ডা, পীতবরণ চক্রবর্তী, মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ডা. ইন্দ্রনীল বিশ্বাস, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের অধ্য়ক্ষ ডা. উৎপলকুমার দাঁ, বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. কৌস্তভ নায়েকের মতো একাধিক কৃতি ব্য়ক্তি। এর পরই শুরু হয় জল্পনা। কে হবেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা?
স্বাস্থ্যদপ্তর তাঁদের মধ্যে কাউকে বেছে নেয়নি। বদলে ডা. অনিরুদ্ধ নিয়োগীকে নিয়োগ করা হল শূন্যপদে। ফলে বিতর্ক দানা বেঁধেছে। ইতিপূর্বে তিনি সহকারী স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদে কাজ করেছেন। তাহলে কি তাঁর সেই অভিজ্ঞতার উপরই ভরসা রাখল স্বাস্থ্যভবন? উঠছে প্রশ্ন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.