Advertisement
Advertisement

Breaking News

WB JEE

রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ কবে? দিনক্ষণ জানাল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড

সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করবে রাজ্যের জয়েন্ট বোর্ড, তার পর ওয়েবসাইট থেকে দেখা যাবে ফলাফল।

WB JEE 2024 Result: Joint Board announces the date of result out
Published by: Sucheta Sengupta
  • Posted:June 5, 2024 3:34 pm
  • Updated:June 5, 2024 4:14 pm  

দীপালি সেন: লোকসভা ভোটের ফলপ্রকাশের পরই রাজ্য জয়েন্টএর ফল বেরনোর দিনক্ষণ ঘোষণা করল জয়েন্ট বোর্ড। বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। বোর্ডের তরফে সাংবাদিক সম্মেলন করে দুপুর আড়াইটে নাগাদ তা জানানো হবে। চারটে থেকে পরীক্ষার্থীরা তা দেখতে পাবেন বোর্ডের ওয়েবসাইটে। 

Advertisement

গত বছরের নভেম্বর মাসে ২০২৪ সালের রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) পরীক্ষার দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ বছরের ২৮ এপ্রিল অর্থাৎ লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মাঝেই হয়ে জয়েন্ট পরীক্ষা। একমাসের একটু বেশি সময় পর, ৬ জুন প্রকাশিত হচ্ছে ফলাফল।  বৃহস্পতিবার দুপুরে সল্টলেকে বোর্ডের ভবন ‘রুপান্ন’তে হবে সাংবাদিক বৈঠক।  বিকেল চারটে থেকে বোর্ডের ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। মিলবে র‌্যাঙ্ক কার্ড। তার পর কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করবে বোর্ড। 

[আরও পড়ুন: মোদির শপথের দিনই কালীঘাটে হাইভোল্টেজ বৈঠক, ৪২ প্রার্থীর সঙ্গেই বসবেন মমতা-অভিষেক]

রাজ্যের সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির জন্য প্রতি বছর প্রবেশিকা পরীক্ষা নেয় পশ্চিমবঙ্গ রাজ্য় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।  লিখিত পরীক্ষায় যোগ্যতা নির্ণয়ের পর কাউন্সেলিংয়ের মাধ্যমে কে কোন কলেজে, কোন বিষয়ে ভর্তির সুযোগ পাবে, তা জানায় বোর্ড। এবছর ৬ জুন সেই ফলাফল প্রকাশ হওয়ার পর একই পদ্ধতিতে ভর্তি হতে পারবে সফল পরীক্ষার্থীরা। এখন দুরুদুরু বক্ষে নিজেদের ফল জানার অপেক্ষায় জয়েন্ট দেওয়া ছাত্রছাত্রীরা।

[আরও পড়ুন: মোদির অজেয় ভাবমূর্তিতে চিড়! লোকসভার ফল নিয়ে কী বলছে বিদেশি সংবাদমাধ্যমগুলি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement