সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপনির্বাচনের কারণে ফের পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 2022)। বৃহস্পতিবার শিক্ষাসচিব ও মুখ্যসচিবের সঙ্গে আলাদা করে বৈঠক করার পর নতুন দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নতুন সূচি অনুযায়ী –
এরপর ৬ থেকে ১৫ তারিখ পর্যন্ত কোনও পরীক্ষা নেই। ১২ তারিখ উপনির্বাচন। ১৪, ১৫ এপ্রিল ছুটি। ১৬ তারিখ ফের পরীক্ষা।
অর্থাৎ চলতি বছর ২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
মুখ্যমন্ত্রীর দাবি, ৫ রাজ্যের নির্বাচনের সময় এই উপনির্বাচন করে নেওয়া হলে সমস্যা হত না। কিন্তু কমিশন স্থানীয় নির্বাচনগুলিকে সেভাবে গুরুত্ব দেয় না বলে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, উচিত ছিল দিন ঘোষণার আগে পরীক্ষাসূচি দেখে নেওয়া। তবে তা হয়নি বলে পরীক্ষার্থীদের কথা ভেবে রাজ্য সরকারই দিনক্ষণ সামান্য বদল করে দিল। এর আগে ২ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। তা একদিনই বাড়ল। আর পরিবর্তিত পরীক্ষাসূচির কারণে পিছিয়ে গেল রাজ্য জয়েন্টও। ২৩ এপ্রিলের বদলে তা হবে ৩০ এপ্রিল। এ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, জয়েন্টে বসার আগে উচ্চমাধ্য়মিকের পরও কয়েকদিন সময় পাবেন। তাতে সুবিধা হবে পরীক্ষার্থীদের।
এর আগে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা JEE’র জন্য পিছিয়ে গিয়েছিল চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। করোনা আবহের প্রায় ২ বছর পর পরীক্ষার হলে উচ্চমাধ্যমিকে বসতে চলেছেন পরীক্ষার্থীরা। তাতেও বারবার পিছিয়ে যাচ্ছে পরীক্ষা। তবে বৃহস্পতিবার সম্ভবত চূড়ান্ত রুটিনই ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.