সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশ দিবসের পর শিক্ষক দিবস (Teachers’ Day)। ফের বিশেষ দিনে টুইট করে রাজ্য সরকারকে খোঁচা রাজ্যপাল জগদীপ ধনকড়ের। শিক্ষক দিবসের টুইটেও পার্শ্বশিক্ষক এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের কথা তুলে ধরে রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি।
শিক্ষক দিবস উপলক্ষে রবিবার সকালে একটি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। টুইটে প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণকে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। এছাড়া প্রত্যেক শিক্ষককেও শ্রদ্ধা জানান। শিক্ষক-শিক্ষিকাদের সামাজিক উন্নয়নের মেরুদণ্ড বলেও টুইটে উল্লেখ করেন রাজ্যপাল। টুইটের এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। এরপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রাজ্য সরকারকে খোঁচা দেন তিনি। রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ট্যাগ করে লেখেন, “পার্শ্বশিক্ষক ও চুক্তিভিত্তিক শিক্ষকদের উপর অবিচার বন্ধ হওয়ার সময় এসেছে।”
On #TeachersDay, I pay homage to former President #BharatRatna Dr. S. Radhakrishnan & extend my gratitude and salutations to the teaching community that is spinal strength of societal development.
Time to end palpable injustice to para and contractual teachers @MamataOfficial.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 5, 2021
রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনকড়। কখনও শিক্ষাক্ষেত্রে আবার কখনও প্রশাসনিক ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগে উষ্মাপ্রকাশ করেন। বেশিরভাগ ক্ষেত্রে টুইটে ক্ষোভপ্রকাশ করেন রাজ্যপাল। আবার কখনও কখনও নবান্নে পত্রবোমাও পাঠিয়েছেন তিনি। পালটা জবাবও দিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক কিংবা শিক্ষাক্ষেত্রে তাঁর হস্তক্ষেপ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও উঠেছে অভিযোগ। যদিও সে অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান জগদীপ ধনকড়।
তবে তারপরেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) পাশে বসিয়ে ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব হতে দেখা গিয়েছে রাজ্যপালকে।
সম্প্রতি বাণিজ্য সম্মেলন নিয়েও সরব হন জগদীপ ধনকড়। তার পালটা জবাব দেন কুণাল ঘোষ। সেই বাদানুবাদের রেশ কাটার আগেই ফের শিক্ষক দিবসে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব রাজ্যপাল জগদীপ ধনকড়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.