Advertisement
Advertisement
WB Guv Jagdeep Dhankhar

অবস্থান বদল, পাহাড় সফর শেষে কলকাতায় ফিরে পুলিশের প্রশংসা ধনকড়ের

এর আগে একাধিকবার পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ধনকড়।

WB Guv Jagdeep Dhankhar praises police । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 2, 2020 8:54 am
  • Updated:December 2, 2020 8:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যের বিরুদ্ধে বারবার ক্ষোভপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। প্রশাসনিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে জোরাল সওয়াল করেছেন তিনি। এই ইস্যুতে রাজভবন-নবান্ন পত্রবোমা চালাচালি কিংবা টুইট-পালটা টুইট নতুন কিছুই নয়। পাহাড় সফরের শেষদিনে সাংবাদিক বৈঠক করেও পুলিশের ভূমিকা নিয়ে তুলেছেন প্রশ্ন। তবে বুধবার আর সমালোচনা নয়। পরিবর্তে পুলিশের প্রশংসাই করছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

পাহাড় থেকে শহরে ফিরেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। স্টেশনে তাঁকে স্বাগত জানায় পুলিশ। টুইটে সেই ছবি শেয়ার করেন রাজ্যপাল। উল্লেখযোগ্যভাবে এদিনের টুইটে উর্দিধারীদের প্রশংসা করেন তিনি। পুলিশের (Police) বিরুদ্ধে বারবার রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগে সরব হয়েছেন ধনকড়। রাজনৈতিক পক্ষপাতদুষ্টতার তকমা এবার পুলিশের গা থেকে ঘুচতে দেখবেন বলেও টুইটে আশাপ্রকাশ করেন রাজ্যপাল।

Advertisement

[আরও পড়ুন: সারাদিনের জন্য খুলে যাচ্ছে রবীন্দ্র সরোবর, দূষণ বৃদ্ধির আশঙ্কা পরিবেশবিদদের]

নভেম্বর মাসটা দার্জিলিংয়ের (Darjeeling) রাজভবনে ছিলেন সস্ত্রীক রাজ্যপাল। সেখান থেকেই যাবতীয় দায়দায়িত্ব পালন করেন তিনি। মাসভর সেখানে থাকার পর গত সোমবার পর্যালোচনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল। সেদিনেও পুলিশের বিরুদ্ধে জোরাল আক্রমণ শানান রাজ্যের সাংবিধানিক প্রধান। তার আগে কয়লা এবং গরুপাচার কাণ্ড প্রসঙ্গে একাধিক টুইটে পুলিশের বিরুদ্ধে সরব হয়েছিলেন ধনকড়। বুধবার আচমকা পুলিশের প্রতি তাঁর ধারণা পরিবর্তনে স্বাভাবিকভাবে অবাক প্রত্যেকে। ঠিক কী কারণে একথা বললেন রাজ্যপাল, বাংলার উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে সে প্রশ্নই উঠছে বারবার।

[আরও পড়ুন: কলকাতা মেডিক্যাল কলেজ থেকে উধাও করোনা আক্রান্ত, আতঙ্কে অন্যান্য রোগীর পরিবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement