বুদ্ধদেব সেনগুপ্ত: কাটল জটিলতা। অবশেষে ৭ তারিখ দুপুর দু’টোয় বাজেট অধিবেশন ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (WB Governor Jagdeep Dhankhar)। রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হবে অধিবেশন। সমস্ত জটিলতার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার অধিবেশন ডাকলেন রাজ্যপাল।
এদিন বেলার দিকে রাজভবনে মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। সেখানেই অধিবেশন নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর।
WB Guv: Summoning WBLA
Invoking article 174 (1) of Constitution, accepting Feb 28 Cabinet Decision, Assembly has been summoned to meet on March 07, 2022 at 2.00 PM.
Chief Secretary has assured of effecting constitutional compliance of all pending issues not later than 15 days. pic.twitter.com/DjXpuAhFTg
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 3, 2022
প্রথমে শোনা গিয়েছিল, ২ মার্চ থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হবে। ৪ মার্চ বাজেট পেশের সম্ভাবনা। কিন্তু পরে সেই দিনক্ষণ বদলে যায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দেন, ৭ মার্চ থেকে শুরু হতে পারে বিধানসভার বাজেট অধিবেশন। তবে বাজেট পেশ কবে, সে বিষয়ে কোনও ইঙ্গিত ছিল না। ৭ তারিখ সেই অধিবেশন শুরু হওয়ার সুপারিশ জানিয়ে রাজভবনে চিঠি পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কিন্তু সেই সুপারিশ ফেরত পাঠিয়ে দেন রাজ্যপাল। টুইটারে তিনি জানান, রাজ্য মন্ত্রিসভার অনুমোদন ছাড়া ওই সুপারিশ পাঠানো যায় না। সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করা হয়েছে। তাই বাধ্য হয়েই তিনি তা ফেরত পাঠিয়েছেন।
ফেব্রুয়ারির ১২ তারিখ সাংবিধানিক অধিকার প্রয়োগ করে বিগত বছরের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্য মন্ত্রিসভার সুপারিশ মেনেই বিধানসভা ‘প্রোরোগ’ করেন তিনি। ওইদিন পরিষদীয় দপ্তরের তরফে অধিবেশনের সমাপ্তি ঘোষণার জন্য আবেদন করা হয় বলে বিধানসভা সূত্রে খবর। পরে রাজ্যের তরফে পাঠানো সুপারিশে দেখা যায় রাত দু’টোয় অধিবেশন ডাকা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্যের তরফে জানানো হয়েছে, সূচিপত্র টাইপ করতে গিয়েই বিপত্তি ঘটেছে। ইংরাজি 2 PM-এর জায়গায় 2 AM লেখা হয়েছে ভুল করে। কিন্তু রাজ্যপাল সেই সূচি মেনে অধিবেশন ডাকার বিষয়ে অনড় ছিলেন রাজ্যপাল। অবশেষে গলল সেই বরফ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.