সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যের বিরোধিতায় সরব রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। কখনও শিক্ষাব্যবস্থা আবার কখনও আইনশৃঙ্খলা প্রসঙ্গে সুর চড়িয়েছেন তিনি। মঙ্গলবারও তার ব্যতিক্রম হল না। আরও একবার রাজ্যের বিরোধিতায় সরব সাংবিধানিক প্রধান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত রাজ্যের পুলিশ-প্রশাসনের হাত-পা বেঁধে রেখেছেন বলে দাবি তাঁর।
মঙ্গলবার একাধিক টুইট করেন রাজ্যপাল। তিনি লেখেন, আমাদের রাজ্যের বেশিরভাগ পুলিশ আধিকারিক যথেষ্ট প্রতিভাবান। তবে তা সত্ত্বেও তাঁরা সঠিকভাবে কাজ করতে পারছেন না। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমলে তাঁরা নিজের মতো করে কাজ করতে পারছেন না। পুলিশ আধিকারিকদের আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। তাই তাঁরা শিরদাঁড়া সোজা করে কাজ করতে পারছেন না বলেই তোপ দাগেন ধনকড়।
Sadly ‘mind is full of fear’ and ‘head in shame’ @MamataOfficial -be it law and order, state of human rights or political vendetta.
Maoism being whipped up, illegal bomb industry flourishing not without support of state actors.
Recall Vivekananda- AWAKE before it is too late.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 8, 2020
এর আগেও একাধিকবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুর চড়িয়েছেন রাজ্যপাল। পুলিশ আধিকারিকরা তৃণমূল কর্মীর মতো কাজ করছেন বলেই অভিযোগ করেছেন তিনি। এমনকী শিক্ষাক্ষেত্রেও স্বচ্ছতার অভাব রয়েছে বলেও কটাক্ষ করেছেন রাজ্যপাল। দাবি করেছেন, উপাচার্যরা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর নির্দেশ মোতাবেক কাজ করেন। এমনকী কোভিড মোকাবিলার খরচ নিয়ে কটাক্ষ করেন তিনি। তবে তা নিয়ে রাজ্যের সঙ্গে বারবার মতবিরোধ হয়েছে তাঁর। সম্প্রতি বিজেপির সবচেয়ে বড় দালাল বলেও ধনকড়কে কটাক্ষ করেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও পুলিশকে ভূমিকা নিয়ে টুইট খোঁচা ধনকড়ের। যদিও সে বিষয়ে এখনও পালটা কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.