সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫২ তম জন্মবার্ষিকীতেও গান্ধীজিকে (Gandhi Jayanti 2021) শ্রদ্ধা জানাতে গিয়ে ফের রাজ্য সরকারকে খোঁচা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। গণতান্ত্রিক অধিকার রক্ষার কথা টুইটের মাধ্যমে আরও একবার মনে করিয়ে দিলেন তিনি।
রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) এদিন টুইটের শুরুতেই গান্ধীজীকে শ্রদ্ধা জানান। তাঁর অহিংস আন্দোলনের কথাও উল্লেখ করেন তিনি। তবে টুইটের শেষের একটি লাইনেই ফের রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের কথাই সামনে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে তিনি লিখেছেন, গণতন্ত্র রক্ষায় হিংসা বন্ধ হওয়া জরুরি।
Befitting tribute to Bapu on #GandhiJayanti2021 -Resolve to practise and propagate his noble principles of peace and non-violence that are globally relevant.
To blossom democracy and human dignity there is need @MamataOfficial to contain all pervasive fear and violence.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 2, 2021
এর আগে গত বছর মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। বারাকপুরে গান্ধীঘাটে (Gandhighat) পৌঁছনোর পর সিপিকে খবরের কাগজ পড়তে দেখেই বিরক্ত হন রাজ্যপাল। রাজ্যপাল আসছেন জেনেও কোথায় ছিলেন, পুলিশ আধিকারিকের দিকে সে প্রশ্নও ছুঁড়ে দেন ধনকড়। রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কেন রাজ্যে একের পর এক হিংসার ঘটনা ঘটা সত্ত্বেও পুলিশ অভিযুক্তদের খুঁজে বার করতে পারছে না, সেই প্রশ্নও তুলেছিলেন ধনকড়। পুলিশের উর্দির অবমাননা করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন। বছর পেরলেও রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্কের যে বিশেষ উন্নতি হয়নি, তা আজকের টুইটে স্পষ্ট বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.