Advertisement
Advertisement

Breaking News

WB Guv CV Ananda Bose

চলছে ‘নজরদারি’, গোপনীয়তা বজায় রাখতে রাজভবন থেকে পুলিশ হঠালেন বোস

বোসের 'অ্যাকশনে' ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত।

WB Guv CV Ananda Bose alleges surveillance, thorws cops out । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 28, 2023 10:02 am
  • Updated:September 28, 2023 10:30 am  

সুদীপ রায়চৌধুরী: নবান্ন-রাজভবন সংঘাতের মাঝে বিস্ফোরক অভিযোগ রাজ্যপালের। রাজভবনে কলকাতা পুলিশ নজরদারি চালাচ্ছে বলেই অভিযোগ। আর সেই অভিযোগে এবার রাজভবন থেকে পুলিশ হঠানোর সুপারিশ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। রাজভবনের রেসিডেন্সিয়াল কিংবা অফিসিয়াল চত্বরে থাকবে না উর্দিধারীরা। তার পরিবর্তে রাজ্যপালের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী অথবা সিআরপিএফের নিরাপত্তার দায়িত্ব সামলানোর কথা।

রাজভবনের তিনতলা থেকে আগেই কলকাতা পুলিশকে সরিয়ে দিয়েছিলেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। তারপর থেকে নিচতলা এবং দোতলায় নিরাপত্তার দায়িত্ব সামলাত পুলিশ। তবে এবার নিচতলা এবং দোতলার নিরাপত্তার দায়িত্বেও উর্দিধারীদের রাখতে চান না রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনের তরফে এমনই সুপারিশ করা হয়েছে। তাঁর অভিযোগ, পুলিশ রাজভবনে নজরদারি চালাচ্ছে। আর তা রুখতেই অ্যাকশন বোসের। রাজ্যপালের বর্তমান সুপারিশের ফলে শুধুমাত্র রাজভবনের প্রবেশপথ এবং বাগানের নিরাপত্তার দায়িত্ব সামলাবে কলকাতা পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: সংবাদ প্রতিদিনের খবরের জের, অবশেষে ডেঙ্গু নিয়ে নড়েচড়ে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয়]

জগদীপ ধনকড় রাজ্যপাল থাকাকালীন নবান্ন-রাজভবন সংঘাত চরমে পৌঁছয়। কখন চিঠি আবার কখনও টুইটে চলত বাকযুদ্ধ। সি ভি আনন্দ বোস দায়িত্ব নেওয়ার পর তিক্ততা ভুলে একধাক্কায় নবান্ন-রাজভবন সম্পর্কের উন্নতি হয়েছিল অনেকটাই। আচমকাই ছন্দপতন। উপাচার্য নিয়োগ থেকে শুরু করে একাধিক ইস্যুতে বর্তমানে রাজ্যপালের সঙ্গে রাজ্য প্রশাসনের সংঘাত লেগেই রয়েছে। তারই মাঝে রাজ্যপালের এই সুপারিশ দুপক্ষের সংঘাত যে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।  

[আরও পড়ুন: ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, এবার বিস্ফোরক পোস্ট কবিয়াল বিধায়ক অসীম সরকারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement