Advertisement
Advertisement
WB GUV C V Ananda Bose visits SSKM Hospital

আর আহমেদ ডেন্টাল কলেজের পর এসএসকেএম, চিকিৎসা করাতে ফের সরকারি হাসপাতালে রাজ্যপাল

কী সমস্যা দেখা দিয়েছে তাঁর?

WB GUV C V Ananda Bose visits SSKM Hospital । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 23, 2023 6:03 pm
  • Updated:February 23, 2023 6:19 pm  

ক্ষীরোদ ভট্টাচার্য: গলায় ব্যথা। চিকিৎসা করাতে এসএসকেএমে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি ইএনটি বিল্ডিংয়ে যান। সেখানে গলায় ক্যামেরার মাধ্যমে তাঁর পরীক্ষা নিরীক্ষা করেন নাক, কান, গলা বিভাগের সিনিয়র চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত। সঙ্গে ছিলেন শল্য বিভাগের শিক্ষক চিকিৎসক অভিমন্যু বসু। সূত্রের খবর, পরীক্ষায় তেমন কিছু মেলেনি। কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

CV-Ananda-Bose

Advertisement

সূত্রের খবর, প্রায় সবসময়ই গলা খুসখুস করছে তাঁর। বক্তৃতা দেওয়ার সময় নাকি গলার স্বরেও বদল ঘটছে। তার ফলে কোনও অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় অসুবিধা হচ্ছে। সে কারণে এসএসকেএম হাসপাতালে যান রাজ্যপাল। দিনকয়েক আগে দাঁতের সমস্যা দেখা দিয়েছিল তাঁর। প্রথমে গিয়েছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তবে চিকিৎসার খরচ শুনে কার্যত অবাক হয়ে যান। তাই শিয়ালদহের আর আহমেদ ডেন্টাল কলেজে যান তিনি। সেখানেই দাঁতের চিকিৎসা করান। সেই সময় রাজ্যের সরকারি হাসপাতালের পরিষেবার প্রশংসা করেন তিনি।

[আরও পড়ুন: অনির্বাণের সঙ্গে জুটিতে রানি মুখোপাধ্যায়, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র ট্রেলারে চমক]

তবে বর্তমান রাজ্যপালই নন। এর আগে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়কেও এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে দেখা গিয়েছে। ইএনটির সমস্যা নিয়েই হাসপাতালে আসেন। সকলকে অবাক করে চিকিৎসা পরিষেবার প্রশংসাও করেন। পূর্বসুরীর পথ ধরে সরকারি হাসপাতালে সি ভি আনন্দ বোসও।

[আরও পড়ুন: ‘আমাদের নাম কেন সিবিআই-ইডিকে?’, জেলে কুন্তলকে কড়া ধমক পার্থ-মানিকের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement