সুদীপ রায়চৌধুরী: পুজোর পুরস্কারে ফের নবান্নকে টেক্কা রাজভবনের। বাংলার সেরা দুর্গাপুজো মণ্ডপকে ‘বাঙালিয়ানা পুরস্কার’ দেবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দশমীতে ওই পুজো কমিটিকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। রাজভবনের দাবি, এই পুরস্কারের জন্য কোনও সরকারি অর্থ ব্যয় করা হবে না।
বৃহস্পতিবার রাজভবনের তরফ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। বাংলার সেরা পুজো কমিটিকে দেওয়া হবে ‘বাঙালিয়ানা পুরস্কার’। সেরা পুজো কোনটি, তা বেছে নিতে পারবেন সাধারণ মানুষই। রাজভবনের তরফে দেওয়া [email protected] এই মেল আইডির মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন আগ্রহী পুজো কমিটির সদস্যরা।
রাজ্য সরকারের পাশাপাশি রাজভবনের তরফেও দুর্গাপুজো কমিটিগুলিকে সম্মান প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয় আগেই। ‘মিশন কলাক্রান্তি’র উদ্বোধনও করেছেন রাজ্যপাল। গার্ডেনরিচ শিপবিল্ডার্স ও ইঞ্জিনিয়ার্সকে ‘দুর্গা ভারত পরম সম্মান’। সম্মানিত করা হয় পণ্ডিত অজয় চক্রবর্তীকে। চন্দ্রযানের সাফল্যের জন্য ইসরো এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কেও বিশেষ সম্মান জানান রাজ্যপাল।
বাংলার দুর্গাপুজোর সঙ্গে যেন একাত্ম হয়ে গিয়েছেন রাজ্যপাল। প্রতিপদ থেকে ঠাকুর দেখতে বেরন তিনি। একাধিক মণ্ডপে যান রাজ্যপাল। ষষ্ঠীতে কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের মণ্ডপেও যান বোস। দুর্নীতির বিরুদ্ধে সুর চড়ান তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.