Advertisement
Advertisement
Awas Plus scheme

আবাসে অনিয়মের অভিযোগ ‘সঠিক নয়’! পাওনা টাকার দাবিতে কেন্দ্রকে চিঠি রাজ্যের

সম্প্রতি কেন্দ্র কার্যত ক্লিনচট দিয়েছে রাজ্যকে।

WB Govt writes to Central demanding rest amount for Awas Plus scheme

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:March 8, 2023 9:05 pm
  • Updated:March 8, 2023 9:05 pm  

নব্যেন্দু হাজরা: আবাস প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন‌্য কোনও কাটমানি বা ঘুষ দেওয়ার প্রমাণ মেলেনি। কেন্দ্র এই মর্মে চিঠি পাঠিয়ে সম্প্রতি কার্যত ক্লিনচট দিয়েছে রাজ‌্যকে। বরং অন‌্য বেশকিছু রাজ্যের তুলনায় বাংলায় আবাসের কাজ অনেক ভাল হয়েছে বলেই সেখানে জানানো হয়। কিন্তু তার মধ্যেও কয়েকটি জেলায় কিছু অনিয়মের কথা উল্লেখ করা হয় চিঠিতে। তোলা হয়েছিল কিছু প্রশ্নও। এবার সেই প্রশ্নেরই উত্তর দিয়ে কেন্দ্রকে ৬ মার্চ চিঠি পাঠালো রাজ‌্য। পাশাপাশি চিঠিতে কেন্দ্রের কাছে বকেয়া টাকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে বলে নবান্নসূত্রে খবর।

জানানো হয়েছে, আবাস প্রকল্পে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত হওয়া সত্ত্বেও কেন্দ্রের তরফে টাকা না দেওয়ায় বাড়ি তৈরির কাজ শুরু করা যাচ্ছে না। ভুগছেন সাধারণ মানুষ। তাই দ্রুত সেই বরাদ্দ মিললে গরিব মানুষের জন‌্য বাড়ি তৈরির কাজ শুরু করা যাবে।

Advertisement

[আরও পড়ুন: অনুব্রত নেই তো কী, আমি তো আছি…! দলের কাছে বীরভূমে ‘ভোট করানো’র দায়িত্ব চাইলেন মদন]

উল্লেখ‌্য, গত ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে একটি চিঠি দিয়ে বেশ কিছু জেলায় বেনিয়মের কথা জানিয়ে কড়া পদক্ষেপ করতে বলে। সেই চিঠির উত্তরই এবার পাঠাল রাজ্য। সূত্রের খবর, কেন্দ্র চিঠিতে যে যে বেনিয়ম র কথা বলেছে সেগুলি কোনওটাই পুরো সত্যি নয় বলে রাজ্য জানিয়েছে।

চিঠিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রণালয়ের সমস্ত বিধিনিষেধ মেনেই তৈরি করা হয়েছে আবাস প্লাসের চূড়ান্ত উপভোক্তা তালিকা। সেই যাবতীয় তথ‌্য তুলে ধরেই ৬ মার্চ দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রের তরফে চিঠিতে জানানো হয়েছিল পূর্ব মেদিনীপুর, মালদা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, কালিংপঙ, দার্জিলিং এবং নদিয়া জেলার আবাস প্লাসের অনুমোদন নিয়ে এনএলএম বা কেন্দ্রীয় দলের পর্যবেক্ষণে বেশকিছু বেনিয়ম ধরা পড়েছ। তারই উত্তর এবার পাঠাল রাজ‌্য।

[আরও পড়ুন: ফের কলকাতায় টাকার পাহাড়! নিউটাউনে উদ্ধার প্রায় ৪ কোটি, মিলল বিলাসবহুল গাড়িও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement