Advertisement
Advertisement

কালীপুজোর পর ৫০০ চাকরিপ্রার্থীকে নতুন করে নিয়োগপত্র দেবে কমিশন

স্কুলে শিক্ষক নিয়োগের জটিলতা কাটল।

WB govt to speed teacher recruitment after Diwali
Published by: Kumaresh Halder
  • Posted:October 26, 2018 7:56 pm
  • Updated:October 26, 2018 7:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শূন্যপদের জটিলতা কাটিয়ে কালীপুজোর পর শিক্ষক নিয়োগের গতি বাড়াতে আরও উদ্যোগী হল স্কুল সার্ভিস কমিশন৷ জানা গিয়েছে, নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু ত্রুটি সংশোধন করে অন্তত ৫০০ জন চাকরি প্রার্থীকে নতুন করে নিয়োগপত্র দেওয়া হবে৷ স্কুলে শূন্যপদের গরমিল দেখা দেওয়ায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করে শিক্ষা দপ্তর৷

[সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজো মণ্ডপে অগ্নিকাণ্ড, ছড়াল আতঙ্ক]

কোন স্কুলে কত শূন্যপদ? স্কুলে ছাত্র অনুপাতে শিক্ষকদের সংখ্যা কত তা জানতে বিকাশ ভবনে জরুরি বৈঠকে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ রাজ্যের সমস্ত ডিআইদের তলব করা হয় বিকাশ ভবনে৷ স্কুলে গিয়ে শূন্যপদের সংখ্যা জানিয়ে ডিআইদের রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়৷ কমিশন সূত্রে খবর, ডিআইদের রিপোর্টের ভিত্তিতে নতুন করে শূন্যপদের বিন্যাস শুরু করা হয়৷ জানা গিয়েছে, ওই রিপোর্ট জমা পড়ার পরই কালীপুজোর পর নতুন করে ৫০০ জন প্রার্থীর নিয়োগপত্র দেওয়া হবে৷

Advertisement

[শরীরে প্রাণস্পন্দন! প্রাক্তন তৃণমূল নেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে বিভ্রান্তি]

চাকরিপ্রার্থীদের অভিযোগ, কমিশনের দেওয়া নিয়োগপত্র নিয়ে স্কুলে জয়েন করতে গিয়ে শূন্যপদ বিভ্রাটে পড়েন বহু চাকরিপ্রার্থী৷ কোথাও বাংলায় শূন্যপদ থাকলেও ইংরেজির জন্য শিক্ষক পাঠানো হয়৷ এই নিয়ে চূড়ান্ত বিভ্রান্তিতে পড়েন সদ্য নিয়োগ পাওয়া বহু প্রার্থী৷ বিষয়টি কমিশনের পৌঁছানো মাত্রই ত্রুটি সংশোধনের উপর গুরুত্ব দিতে শুরু করে কমিশন৷ শূন্যপদের রিপোর্ট জমা পড়ার পর ‘ত্রুটি’ থাকা নিয়োগপত্র সংশোধনের কাজে হাত দেওয়া হয়৷ জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে কালীপুজোর পর নতুন করে অন্তত ৫০০ জন চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র তুলে দেওয়া হবে৷ ইতিমধ্যেই নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে৷ ইসলামপুর কাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর সেই প্রক্রিয়াও স্থগিত রাখার বিজ্ঞপ্তি জারি হয়৷

[মেট্রো স্টেশনে একদিকের গেট বন্ধ, দমদমে নাজেহাল যাত্রীরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement