Advertisement
Advertisement
industrial park

নজরে শিল্পে বিনিয়োগ, ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমির দাম কমানোর পথে রাজ্য

মালিকদের থেকে সরাসরি জমি কিনলে খরচ কম, দাবি শিল্পপতিদের।

WB Govt reducing land price at industrial park | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:January 10, 2023 12:40 pm
  • Updated:January 10, 2023 1:34 pm  

গৌতম ব্রহ্ম: তৃতীয়বার ক্ষমতায় ফিরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এবারের লক্ষ্য রাজ্য়ে শিল্পের জোয়ার ও কর্মসংস্থান। তাই শিল্পে বিনিয়োগ টানতে এবার ইন্ডাস্ট্রিয়াল পার্কের জমির দাম কমাতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। তবে জমির দাম কতটা কমবে, কবে থেকে কমবে, তা এখনও স্পষ্ট নয়। খুব শীঘ্রই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য় সরকার, জানিয়েছেন রাজ্য়ের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

গত বছর রাজ্যের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, শিল্পের জন্য় ৫ একরের বেশি জমি থাকলে ইন্ডাস্ট্রিয়াল পার্কের সুবিধা মিলবে। আবেদন করতে বলা হয়েছিল শিল্পপতিদের। নবান্ন সূত্রে খবর, সেই আবেদনে সাড়া মেলেনি। খুব বেশি আবেদনপত্র জমা পড়েনি। কেন এমনটা হল, তা নিয়ে ময়নাতদন্ত শুরু করে রাজ্য় সরকার। তাতেই দেখা যায়, শিল্পপতিদের সমস্যা জমির দাম নিয়ে। অধিকাংশ শিল্পপতির দাবি, জমির মালিকদের কাছ থেকে সরাসরি জমি কিনলে দাম অনেক কম পড়ে। কিন্তু সরকারের কাছ থেকে জমি কিনতে গেলে সেই জমির দাম বেড়ে যায়। তাই ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমির চাহিদা কম।

Advertisement

[আরও পড়ুন: ‘হিন্দুদের এত ঘৃণা কেন?’ গঙ্গা আরতিতে পুলিশের অনুমতি না মেলায় মুখ্যমন্ত্রীকে নিশানা BJP’র]

সরকারি সূত্রে খবর, শিল্পপতিদের আরজি মেনেই এবার ইন্ডাস্ট্রিয়াল পার্কের জমির দাম কমাতে চলেছে রাজ্য। কতটা কমানো হবে, কবে থেকে কার্যকর হবে নতুন দাম, তা এখনও স্পষ্ট নয়। এ প্রসঙ্গে রাজ্যে ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, “শিল্পপতিদের আবেদন মেনে ইন্ডাস্ট্রিয়াল পার্কের জমির দাম কমানোর কথা ভাবনাচিন্তা করছে রাজ্য। দ্রুত এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

যদিও রাজ্য়ের ব্য়াখ্যা মানতে রাজি নয় বিরোধীরা। তাঁদের দাবি, রাজ্যে শিল্পের পরিবেশ নেই। ভোটের আগে ফের জনতাকে বোকা বানাতে এই কাজ করছে রাজ্য সরকার। 

[আরও পড়ুন: IS জঙ্গিদের জেরায় হদিশ, কলকাতা পুলিশের অভিযানে মধ্যপ্রদেশে গ্রেপ্তার মডিউলের মাথা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement