Advertisement
Advertisement

Breaking News

Durga Puja

এবার মহালয়ার আগেই শুরু প্যান্ডেল হপিং! নামজাদা পুজো দেখা যাবে বিশেষ বাসে চেপে

শহরের বনেদি বাড়ির পুজো দর্শনে থাকছে এসি ভলভো বাস। খরচ কত?

WB Govt planning to start Bus service before Mahalaya for Durga Puja pandal hopping | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:September 16, 2023 12:12 am
  • Updated:October 2, 2023 3:36 pm  

নব্যেন্দু হাজরা: পঞ্চমী বা ষষ্ঠী নয়, এবার মহালয়ার আগে থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যেতে পারে শহরবাসীর। ইউনেস্কো, ব্রিটিশ কাউন্সিল এবং পরিবহণ দপ্তরের উদ্যোগে বিশেষ বাসে শহরের নামকরা কতগুলো পুজো ঘুরিয়ে দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে মহালয়ার দু’দিন আগে থেকেই।

ইতিমধ্যেই ২৪টি পুজোমণ্ডপ চিহ্নিত করা হয়েছে। সরকারের তরফে ঠিক করে দেওয়া ওয়েবসাইটে গিয়ে টিকিট কেটেই এই ঠাকুর দেখা যাবে। পুজোর ভিড় এড়িয়ে একটু ফাকায় ফাঁকায় যাতে বাড়ির বয়স্ক লোকেরা বা বিদেশ থেকে আসা মানুষজন ঠাকুর দেখতে পারেন, তাই এই পরিকল্পনা। পাশাপাশি পুজোর সময় অনেকেই বাইরে বেড়াতে যান, তাঁরাও এই সুযোগে পুজোর আগেই ঠাকুর দেখে নিতে পারবেন। যদিও গোটা বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Advertisement

তবে এবারই প্রথম ট্রামে করে ঠাকুর দেখানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর। শুক্রবার পরিবহণ দপ্তরের তরফে পুজো পরিক্রমার প‌্যাকেজের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বলেন, ‘‘এবারই প্রথম এসি ট্রামে করে ঠাকুর দেখানো হবে। উত্তর ও দক্ষিণ কলকাতার পুজোকে জুড়বে ট্রাম। এসপ্ল‌্যানেড থেকে উত্তরে শ‌্যামবাজার আর দক্ষিণে গড়িয়াহাট পর্যন্ত ট্রামে চড়ে ঠাকুর দেখা যাবে। তাছাড়াও থাকছে বনেদি বাড়ির পুজো, বিলাসবহুল বাসে চড়ে শহরের পুজো, শহর থেকে দূরে গ্রাম বাংলার পুজো দেখার প‌্যাকেজও।’’ একইসঙ্গে শহরতলি থেকে কলকাতা বাসে চড়ে পুজো দেখা, জলপথে উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ পুজো দর্শন, কামারপুকুর, জয়রামবাটিতে পুজো দেখানো হবে বলেও জানান মন্ত্রী।

[আরও পড়ুন: অ্যান্ড্রয়েড ও আইফোন ইউজারদের জন্য আসছে ১১৮টি নতুন ইমোজি! কী কী থাকছে?]

মন্ত্রী বলেন, ‘‘মহালয়া থেকে যেহেতু মানুষজন দুর্গা দর্শনে নেমে পড়েন রাস্তায়, তাই শহরের বুকে রাত্রিকালীন সরকারি বাস পরিষেবাও চালু করে দেওয়া হবে। রেলস্টেশনকে কেন্দ্র করে তা চলবে। এছাড়াও সাধারণ মানুষ যাতে বড় বড় মার্কেট গুলিতে পুজোর শপিং করতে যেতে পারেন, তাই ছুটির দিনগুলোয় হাওড়া, শিয়ালদহ, কলকাতা, সাঁতরাগাছি স্টেশন থেকে বাস ছাড়া হবে।

শহরের বনেদি বাড়ির পুজো দর্শনে থাকছে এসি ভলভো বাস। সপ্তমী, অষ্টমী এবং নবমীর দিন সকাল সাড়ে আটটায় এসপ্ল‌্যানেড থেকে এই বাস ছাড়বে। শহরের একাধিক বিখ্যাত বনেদি বাড়ির পুজো এই তালিকায় রয়েছে। জনপ্রতি ভাড়া রাখা হয়েছে ১৯০০ টাকা। ৫-১০ বছরের শিশুদের জন্য ব্যয় করতে হবে জনপ্রতি ১৩০০ টাকা। ট্রামে চড়ে ঠাকুর দেখতে খরচ হবে ৬০০ টাকা, জলপথে উত্তরের পুজো দেখতে খরচ ৭৫০ টাকা। সপ্তমী, অষ্টমী, নবমীতে ভেসেল ছাড়বে। আর সপ্তমী ও নবমীতে বিলাসবহুল বাসে করে কলকাতার বিখ্যাত পুজো দেখতে খরচ হবে ১৮০০ টাকা। এসপ্ল‌্যানেড থেকে বাস ছাড়বে।

এছাড়াও কলকাতার বাইরে শহরতলির বিভিন্ন পুজো এসি ভলভো বাসে দেখানোর ব্যবস্থা থাকছে। থাকছে কামারপুকুর- জয়রামবাটিতে পুজো দর্শনের জন্য বাসের ব্যবস্থা। এবারই প্রথম বারাসত থেকে জয়রামবাটি, কামারপুকুরে ঠাকুর দেখাতে নিয়ে যাওয়া হবে। তাছাড়া অন‌্যবারের মতো এবারও রাখা হচ্ছে বসিরহাটের ধান‌্যকুড়িয়া এবং আরবেলিয়া রাজবাড়িতে প্রতিমা দর্শনের ব্যবস্থা। জানানো হয়েছে, পরিবহণ ভবন এবং বিভিন্ন বাস ডিপো এবং ডাব্লবিটিসি-র ওয়েবসাইট থেকে টিকিট কাটা যাবে। রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরও, ৯৮৩০১৭৭০০০।

[আরও পড়ুন: খুলি ভেদ করে হাড়ে বুলেট! জটিল অপারেশনে বাঁকুড়া গুলিকাণ্ডে আহতকে বাঁচালেন চিকিৎসকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement