Advertisement
Advertisement

Breaking News

শহরে অটো দৌরাত্ম্য রুখতে আশার বাণী মন্ত্রীর, বসছে কমপ্লেন বক্স

কাজ হবে কি? সন্দিহান যাত্রীরা৷

WB Govt mulls step to curb auto menace in Kolkata
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 10, 2018 1:38 pm
  • Updated:August 10, 2018 1:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও নির্ধারিত ভাড়া থেকে দ্বিগুণেরও বেশি ভাড়া চাওয়া হয়, কখনও আবার একই রুটে একাধিকবার অটো বদল৷ চালকদের দুর্ব্যবহার নিয়েও যাত্রীদের অভিযোগ শেষ নেই৷ পরিস্থিতি এতটাই খারাপ যে, অটোচালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগে উল্টোডাঙায় পথ অবরোধ করেছিলেন যাত্রীরা৷ এবার শহরের অটোর দৌরাত্ম্য রুখতে উল্টোডাঙা, গড়িয়াহাট ও সল্টলেকের করুণাময়ীতে বসছে কমপ্লেন বক্স৷ অভিযোগ পাওয়ামাত্রই ব্যবস্থা নেবে ক্রেতা সুরক্ষা দপ্তর৷ আশার কথা শোনালেন মন্ত্রী সাধন পাণ্ডে৷ কিন্তু, কাজ হবে কি? সন্দিহান যাত্রীরা৷

[ খানাখন্দে ভরা বেহাল রাস্তা, চলন্ত অটো থেকে পড়ে মৃত দুধের শিশু]

Advertisement

বাস কিংবা মেট্রো তো আছেই, এ শহরে বিভিন্ন রুটে অটোও চলে৷ ভরা অফিস টাইমে যাত্রীও নেহাতই কম হয় না৷ বাস বা মেট্রোর ভিড় এড়িয়ে অটোতে যাতায়াত করতে পছন্দ করেন অনেকেই৷ কিন্তু, ইদানিং শহরে যেভাবে অটোর দৌরাত্ম্য বেড়েছে, তাতে তিতিরিরক্ত যাত্রীরা৷ তাঁদের বক্তব্য, সরকারের নিয়মে মেনে চলতে হয় বেসরকারি মালিকদের৷ বাসের ভাড়া ঠিক করে দেয় পরিবহণ দপ্তর৷ কিন্তু, অটোর ক্ষেত্রে ইউনিয়নই শেষ কথা৷ প্রশাসনের কোনও নজরদারি নেই৷ মোটর ভেহিকলসের থেকে রেজিস্টেশন পেলেই হল! নিজেদের ইচ্ছামতো রুটে অটো নিয়ে নেমে পড়েন চালকরা৷ এমনকী, একই রুটে একাধিকবার অটো বদল করতে হয়৷ নির্ধারিত ভাড়া থেকে দ্বিগুণের বেশি ভাড়া চান অটোচালক৷ কিছু বলতে গেলেই যাত্রীদের দুর্ব্যবহার করেন তাঁরা৷ পরিস্থিতি এমনই, যে গত সোমবার অটোর অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে ভরা অফিস টাইমে যাত্রীরা পথ অবরোধ করেছিলেন উল্টোডাঙায়৷ স্থানীয় বিধায়ক ও ক্রেতার সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডের কাছে অভিযোগও জানিয়েছিলেন অটোর যাত্রীরা৷

শুক্রবার উল্টোডাঙা থেকে সল্টলেক পর্যন্ত রুটের অটোচালকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী সাধন পাণ্ডে৷ তাঁর আশ্বাস, উল্টোডাঙা, গড়িয়াহাট ও সল্টলেকের করুণাময়ীতে কমপ্লেন বক্স বসানো হবে৷ অভিযোগ জমা পড়লেই ব্যবস্থা নেবে ক্রেতা সুরক্ষা দপ্তর৷ অটো চালকদের প্রতি মন্ত্রীর বার্তা, ‘মানুষ নিয়ে যাচ্ছেন, পণ্য নিয়ে নয়৷ অযথা ঝুঁকি নেবেন না৷ যাত্রীদের সঙ্গে ভাল ব্যবহার করুন৷’ শহরের কোনও রাস্তায় উপরই যে অটোস্ট্যান্ড করা যাবে না, তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে৷ তবে মন্ত্রী যাই বলুন না কেন, যাত্রীরা কিন্তু আশ্বস্ত হতে পারছেন না৷

[জোগান নেই অস্ত্রের, স্বাধীনতা দিবসে রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement