প্রতীকী ছবি।
নব্যেন্দু হাজরা: জামাইষষ্ঠীর আগেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর। কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। কী জানাল নবান্ন?
লোকসভা ভোটের আগেই ডিএ ৪ শতাংশ বাড়িয়েছিল রাজ্য সরকার। ১ মে থেকে বর্ধিত হারে ডিএ পাওয়ার কথা ছিল সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং শিক্ষক-শিক্ষিকাদের। তা পেতেও শুরু করেছেন তাঁরা। এর মাঝেই নয়া ঘোষণা করল অর্থদপ্তর। তারা জানিয়েছে, বর্ধিত হারে ডিএ-র সুবিধা পাওয়া যাবে ১ এপ্রিল থেকেই। অনেকে মনে করছে, আগামী মাসের বেতনে এর প্রতিফলন থাকবে।
উল্লেখ্য, মে-র বদলে এপ্রিল থেকে কার্যকর করবে বর্ধিতাহারে ডিএ। লোকসভা ভোটের প্রচারে গিয়ে একথা জানিয়েছিলেন মমতা। বলেছিলেন, “আমি আলোচনা করে ঠিক করলাম, ১ মে থেকে নয়, ১ এপ্রিল থেকে টাকাটা দেব। ১ মে যখন বেতনের টাকাটা হাতে পাবেন, তখন সঙ্গে সেই বর্ধিত ভাতাও পাবেন।” ভোট মিটতেই সেই কথা রাখলেন মমতা।
লোকসভা ভোটের আগে বিধানসভায় রাজ্য বাজেটে সুখবর শোনান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। ফলে চলতি বছর রাজ্যে মোট ৮ শতাংশ ডিএ বৃদ্ধি পায়। কথা ছিল, ২০২৩-২০২৪ অর্থবর্ষের শুরু থেকেই নয়া হারে মহার্ঘভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা। নতুন হারে ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় হারে ডিএ-র সঙ্গে ফারাকও কমে দাঁড়াল ৩২ শতাংশ। ১ মে থেকে নয়া হারে ডিএ কার্যকর হওয়ার কথা ছিল। কথা মতো তা কার্যকরও হয়েছে। এর মাঝেই নয়া ঘোষণা। মে নয়, বর্ধিত হারে ডিএ ১ এপ্রিল থেকেই কার্যকর হয়েছে। স্বাভাবিকভাবেই জামাইষষ্ঠীর আগেই এই খবরে উচ্ছ্বসিত কর্মীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.