Advertisement
Advertisement
Tatkal marriage

এবার একদিনের নোটিসেই বিয়ে! ‘তৎকাল রেজিস্ট্রি’ চালুর পথে রাজ্য?

সঙ্গিনীর হাত ধরে বলে দেওয়া যাবে, 'ওঠ ছুড়ি তোর বিয়ে'।

WB Govt likely to start Tatkal marriage system for short notice marriage | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 25, 2023 7:35 pm
  • Updated:June 25, 2023 7:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস খানেক আগে নোটিস দিয়ে রেজিস্ট্রির সময় পেতে দিনের পর দিন অপেক্ষা করার দিন হয়তো শেষ হতে চলেছে। এবার সঙ্গিনীর হাত ধরে বলে দেওয়া যাবে, ‘ওঠ ছুড়ি তোর বিয়ে’। অর্থাৎ একদিনের নোটিসেই এবার সারা যাবে বিয়ের রেজিস্ট্রি। রাজ্যে সে পরিষেবাই নাকি চালু হতে চলেছে।

একদিনের নোটিসে বিয়ের তৎকাল রেজিস্ট্রি করার চল রয়েছে অন্য রাজ্যে। কিন্তু বাংলায় সে পরিষেবা এখনও চালু হয়নি। তবে নবান্ন সূত্রে খবর, আইন দপ্তর এ সংক্রান্ত বিষয়ে অনেকটাই এগিয়েছে। এদিন দপ্তরের আধিকারিকদের প্রশ্ন করা হলে তাঁরা জানান, এ নিয়ে এখনও পর্যন্ত কোনও স্থায়ী সিদ্ধান্ত হয়নি। তবে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের মাধ্যমে বিষয়টি স্বীকৃতি পাবে। সামনেই পঞ্চায়েত ভোট। ফলে আপাতত মন্ত্রিসভার বৈঠকের সম্ভাবনা নেই। তাই পঞ্চায়েত ভোটের পর বিষয়টির উপর ফের আলোকপাত করা হবে।

Advertisement

[আরও পড়ুন: হড়পা বানে মহিলা-সহ নদীতে ভেসে গেল গাড়ি! ভিডিও দেখে শিউরে উঠছে নেটিজেন]

হিন্দু বিবাহ আইন অনুযায়ী, সামাজিক বিয়ের পর আবেদন করলে রেজিস্ট্রির জন্য সাতদিন সময় লাগে। অষ্টম দিনে রেজিস্ট্রি করতে পারেন নবদম্পতি। এবার সেই নিয়মেই খানিক বদল ঘটিয়ে তা একদিনেই করা যাবে। তাছাড়া এখনকার নিয়মে সামাজিক কিংবা আনুষ্ঠানিক বিয়ের দিন অথবা তার আগে রেজিস্ট্রি বিয়ে করার পরিকল্পনা থাকলে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ১৩ নম্বর ধারায় যুগলকে অন্তত ৩০ দিন আগে আবেদন করতে হয়।

তবে নতুন নিয়ম চালু হয়ে গেলে আর এতদিন অপেক্ষা করার প্রয়োজন হবে। ব্যক্তিগত তথ্য জমা দিয়ে বিয়ের একদিনের মধ্যেই রেজিস্ট্রি সেরে ফেলতে পারবেন দম্পতি। তবে এই ব্যবস্থা শুধু হিন্দু ম্যারেজ অ্যাক্টের অধীনে যাঁরা বিয়ে করবেন, তাঁদের জন্যই প্রযোজ্য। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের গোড়াতেই এই নয়া পরিষেবা চালু হয়ে যাবে এ রাজ্যে।

[আরও পড়ুন: অবশেষে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন নওশাদ, ভাঙড়ের বিধায়কের দায়িত্বে ৭ CRPF জওয়ান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement